Advertisement

Abhishek on Partha Chatterjee: '১৪ মাস জেলে আছেন...', ইডি অফিস থেকে বেরিয়ে পার্থ নিয়ে ঠিক কী বললেন অভিষেক?

বুধবার বেলা ১১টা নাগাদ সিজিও কমপ্লেক্সে ঢুকেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাত পৌনে ন’টার সময় ইডি দফতর থেকে বের হন কিনি। আর বেরিয়েই তৃণমূলের ডায়মন্ড হারবারের সাংসদের মুখে শোনা গেল একজা সরকারের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাম। অভিষেক প্রশ্ন তুললেন, কেন ন্যয়বিচার পেলেন না পার্থ চট্টোপাধ্যায়?

অভিষেকের মুখে পার্থর নাম
Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 Sep 2023,
  • अपडेटेड 10:00 AM IST


বুধবার বেলা ১১টা নাগাদ সিজিও কমপ্লেক্সে ঢুকেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাত পৌনে ন’টার সময় ইডি দফতর থেকে বের হন কিনি। আর বেরিয়েই তৃণমূলের ডায়মন্ড হারবারের সাংসদের মুখে শোনা গেল একজা সরকারের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাম। অভিষেক প্রশ্ন তুললেন, কেন ন্যয়বিচার পেলেন না পার্থ চট্টোপাধ্যায়?

নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতারের পর থেকে এক প্রকার তৃণমূলের কাছে ব্রাত্য হয়ে গিয়েছিলেন একদা রাজ্যের হেভিওয়েট মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এক বছরের বেশি সময় ধরে তার নাম শোনা যায়নি দলের অন্দরে। আর গতকাল ইডি জেরার পর  তৃণমূল সাংসদ তথা সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায় ফের একবার শোনাগেল তাঁর নাম। এক সময়  অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই পার্থকে দল থেকে  সাসপেন্ড করেছিলেন, তিনিই এবার  পার্থ কেন ন্যায়বিচার পেলেন না তা নিয়ে প্রশ্ন তুলেছেন।

কী বললেন অভিষেক?
 ৯ ঘণ্টা ইডির  জিজ্ঞাসাবাদের পর গতকাল রাতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বিরুদ্ধে  ‘প্রতিহিংসার রাজনীতি’-র অভিযোগ তোলেন। বিজেপিকে তুলোধনা করার পাশাপাশি কেন্দ্রীয় সংস্থাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে ব্যবহার করা হচ্ছে এই দাবির স্বপক্ষে যুক্তিও দেন তিনি। আর তাতেই অভিষেকের বক্তব্য, “কে বিচার পেয়েছে? ১৪ মাস ধরে পার্থ চট্টোপাধ্যায় জেলে আছেন। বলুন তো কী সুরাহা হয়েছে? কে পেয়েছে ন্যয়বিচার?”

প্রসঙ্গত, ২০২২ সালের ২২ জুলাই  তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে  এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা হানা দিয়েছিলেন। ২৩ জুলাই গ্রেফতার হন তিনি৷ পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি সেই সময় তুমুল শোরগোল ফেলে দিয়েছইল রাজ্য রাজনীতিতে৷ গ্রেফতারির  পরে পার্থ চট্টোপাধ্যায়ের নাম বড় একটা মুখে আনতে দেখা যায়নি তৃণমূলের তাবড় নেতাদের৷ অভিষেককেতো নয়ই৷ পার্থ চট্টোপাধ্য়ায়ের গ্রেফতারি আর তাঁর বান্ধবীর বাড়ি থেকে পাহাড় প্রমাণ নগদ টাকা উদ্ধার হওয়ার পর দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায় নিজে সাংবাদিক বৈঠক করে জানিয়েছিলেন পার্থকেসাসপেন্ড করার কথা।

Advertisement

তবে দল পাশে না দাঁড়ালেও ১৪ মাস জেল হেফাজতে কেটে যাওয়ার পরও বারবার পার্থ চট্টোপাধ্যায়ের  গলায় শোনা গিয়েছে তৃণমূলের জয়গান। আদালতে গিয়েও পার্থ চট্টোপাধ্যায় একাধিবার প্রশ্ন তুলেছেন, এতদিন জেলে থাকার পরও কেন বিচার হচ্ছে না? আর এবার  সেই একই প্রশ্ন তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।  তৃণমূলের প্রাক্তন মহাসচিবের নাম একবারের জন্য হলেও উচ্চারণ করলেন অভিষেক৷ 
 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement