Advertisement

Kunal On Buddhadeb Bhattacharjee: 'মহাপুরুষ বানাবেন না', বুদ্ধদেবকে নিয়ে বিতর্কিত পোস্টের ব্যাখ্যা কুণালের

কুণালকে রুচিহীন বলে কটাক্ষ করেছেন বিজেপির রাজ্য় সভাপতি সুকান্ত মজুমদার। রবিবার সাংবাদিক বৈঠকে নিজের ফেসবুক পোস্টের ব্যাখ্যাও দিলেন তৃণমূলের মুখপাত্র। 

বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে বিতর্কিত মন্তব্য কুণালের।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 30 Jul 2023,
  • अपडेटेड 7:50 PM IST
  • কুণালের বিতর্কিত ফেসবুক পোস্ট।
  • রুচিহীন বলে কটাক্ষ সুকান্তর।

অসুস্থ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। আলিপুরের বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধীন। এই সময় কুণাল ঘোষের একটি পোস্টকে ঘিরে শুরু হয়েছে বিতর্ক। বুদ্ধদেব ভট্টাচার্যর জন্য নেট মাধ্যমে উপড়ে পড়ছে আরোগ্য কামনার বার্তা। এনিয়ে কুণাল ঘোষের মত,'আদিখ্যেতার পোস্টে ওঁকে মহাপুরুষ বানাবেন না।' কুণালকে রুচিহীন বলে কটাক্ষ করেছেন বিজেপির রাজ্য় সভাপতি সুকান্ত মজুমদার। রবিবার সাংবাদিক বৈঠকে নিজের ফেসবুক পোস্টের ব্যাখ্যাও দিলেন তৃণমূলের মুখপাত্র। 

বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে কুণাল ঘোষ ফেসবুকে লিখেছেন,'বুদ্ধবাবুর আরোগ্য আমিও চাই, উনি সুস্থ থাকুন; কিন্তু দয়া করে আদিখ্যেতার পোস্টে ওঁকে মহাপুরুষ বানাবেন না। উনি সিপিএম আর ওঁর ঔদ্ধত্যপূর্ণ ভুলে বহু ক্ষতি হয়েছে।' এনিয়ে বিতর্কে কুণালের ব্যাখ্যা,'বুদ্ধদেব ভট্টাচার্যের দ্রুত আরোগ্য কামনা করছি। কিন্তু আরোগ্য কামনার সঙ্গে যাঁরা তাঁকে মহাপুরুষ সাজাচ্ছেন তাঁদের সঙ্গে একমত নই। কারণ ওঁর জমানায় সিপিএম বহু খারাপ কাজ করেছে। ওঁর ঔদ্ধত্য ও ভুল সিদ্ধান্তে ক্ষতি হয়েছে। আমি ভুল কি বলেছি? সুকান্ত মজুমদারের চেয়ে বেশি চিনি বুদ্ধদেব ভট্টাচার্যকে।' 

কুণালের ফেসবুক পোস্ট।

সুকান্তের মন্তব্যে কুণালের প্রতিক্রিয়া,'মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে গুরুতর জখম হলে যে বিজেপি ও সিপিএম মিমে ভরিয়ে দেয়, তাদের কাছ থেকে রুচি-কুরুচি শিখব না। বুদ্ধদেব ভট্টাচার্য জানেন, ব্যক্তিগত পর্যায়ে আমি শ্রদ্ধা করি। তিনি অত্যন্ত অসুস্থ। আমরা চাই দ্রুত সুস্থ হয়ে উঠুন।'

গতবার বুদ্ধদেব ভট্টাচার্য হাসপাতালে ভর্তি হওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন দেখা করতে। এবার এখনও মমতা যাননি। কুণাল জানিয়েছেন,হাসপাতালে দেখতে গিয়ে খুব একটা কাজ হবে না। মুখ্যমন্ত্রী দায়িত্বশীল অভিভাবিকার মতো খোঁজখবর রাখছেন। তৃণমূল কংগ্রেস দলগতভাবে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও চান, বুদ্ধদেব ভট্টাচার্য দ্রুত সুস্থ হয়ে উঠুন।'

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement