Advertisement

Rajanya Haldar On Mamata: মমতার সংগ্রামের সঙ্গে স্বাধীনতা সংগ্রামীদের মিল পাই: রাজন্যা

'জুলমি জব জব জুলম করেগা সত্তা কে হাতিয়ারো সে, চাপ্পা চাপ্পা গুঁজ উঠেগা মমতাদিদিকে নারো সে, অভিষেকদাকে নারো সে।' রাজন্যার এই স্লোগান নিয়েই শুরু হয়েছে বিতর্ক। বামেদের অভিযোগ, জেএনইউ-র বাম ছাত্র সংগঠনের স্লোগান চুরি করেছেন তৃণমূলের ছাত্র নেত্রী। এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন রাজন্যা।

বাংলা ডট আজতক ডট ইন-এ মুখোমুখি রাজন্যা হালদার।
শুভঙ্কর মিত্র
  • সোনারপুর ,
  • 06 Aug 2023,
  • अपडेटेड 2:54 PM IST
  • স্লোগান বিতর্কের জবাব দিলেন রাজন্যা।
  • তাঁর দাবি, স্লোগান কারও ব্যক্তিগত নয়।

২১ জুলাই তৃণমূলের শহিদ দিবসের মঞ্চে ভাষণ দিয়েছিলেন ছাত্র নেত্রী রাজন্যা হালদার। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের এই নতুন মুখ এখন ভাইরাল নেট মাধ্যমে। একুশের মঞ্চেই তাঁর একটি স্লোগান নিয়ে শুরু হয়েছে বিতর্ক। বিজেপি ও বাম দুপক্ষেরই দাবি,স্লোগান চুরি করেছেন রাজন্যা। বাংলা ডট আজতক ডট ইনে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তৃণমূলের ছাত্র নেত্রী বলেন,'স্লোগান কারও ব্যক্তিগত নয়। তাই চুরি হতে পারে না।'   

২১ জুলাইয়ের মঞ্চে রাজন্যাকে ভাষণ দেওয়ার কথা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ই। রাজন্যা বলেন,'প্রতিবারের মতো এবারও ২০ জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চ পরিদর্শনে এসেছিলেন। আমাদের জয়ী ব্যান্ডের গানবাজনা চলছিল। দিদি ডেকে বললেন, শোন তুই কালেকর মঞ্চে ভাষণ দিবি। স্বাভাবিকভাবে মনে হচ্ছিল, একুশের মঞ্চে ভাষণ দেওয়া তো বড় পাওনা। ভয়ও লাগছিল! দিদিকে জিজ্ঞেস করলাম, আমি কী বলব। দিদি আমাকে বললেন, আগে থেকে কিছু তৈরি করতে হবে না। তুই যা যা দেখেছিস মানুষের কথা, সেটাই বলবি। এটাই তো মনে হয় গণতন্ত্রের প্রথম পদক্ষেপ হওয়া উচিত। আমি তো তাঁর জুনিয়র। তিনি তো শিখিয়ে দিতে পারতেন, এই কথাগুলো বলবি। উনি বলেননি। উনি বলেছেন, তোর যেটা মনে হয় সেটাই বল।'

প্রেসিডেন্সির ছাত্রী ছিলেন রাজন্যা। সেখানে সাধারণত বাম ঘরানার রাজনীতির আধিপত্য বেশি। কীভাবে তৃণমূলে এলেন? রাজন্যার কথায়,'আমি রাজনৈতিক পরিবারের মেয়ে। আমার পূর্বসূরীরা কংগ্রেসের রাজনীতির সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন। বাম সন্ত্রাসে শহিদ হয়েছিলেন আমার দাদু। আমরা প্রত্যেকেই কংগ্রেস ঘরানার ছিলাম। ১৯৯৮ সালে তৃণমূলের প্রতিষ্ঠালগ্ন থেকে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন আমার বাবা। সেই প্রভাব আমার উপরও পড়ে। রাজনীতি দেখেই ছোট থেকে বড় হয়েছি। ২০১৭ সালে নির্দল হিসেবে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভোটে জিতি। তখনও তৃণমূল ছিল না। ২০১৯ সালে তৃণমূল সমর্থিত নির্দল হিসেবে জিতি। কোনও শিক্ষা প্রতিষ্ঠান একটি মতাদর্শের উপর ভিত্তি করে তৈরি হয় না। প্রেসিডেন্সি ও যাদবপুরে সব ভাবধারা থাকবে এটাই তো স্বাভাবিক।'
 
'জুলমি জব জব জুলম করেগা সত্তা কে হাতিয়ারো সে, চাপ্পা চাপ্পা গুঁজ উঠেগা মমতাদিদিকে নারো সে, অভিষেকদাকে নারো সে।' রাজন্যার এই স্লোগান নিয়েই শুরু হয়েছে বিতর্ক। বামেদের অভিযোগ, জেএনইউ-র বাম ছাত্র সংগঠনের স্লোগান চুরি করেছেন তৃণমূলের ছাত্র নেত্রী। এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন রাজন্যা। তিনি বলেন,'স্লোগান চুরি নিয়ে সিপিএম ও বিজেপি নিজেদের মধ্যে মারপিট করছে। সিপিএম সোশ্যাল মিডিয়ায় বলছে,'আমাদের স্লোগান।' তার পর এবিভিপির কেউ একজন বলছেন,'আমাদের স্লোগান'। নিজেরা আগে ঠিক করে নিন। স্লোগান চুরি হতে পারে না। এটা কারওর ব্যক্তিগত নয়। এটা সাধারণ মানুষের স্লোগান। স্বাধীনতা সংগ্রামের সময় এই স্লোগান তোলা হয়েছিল। তার পর বিভিন্ন রাজনৈতিক দল ব্যবহার করেছে। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সংগ্রামের সঙ্গে স্বাধীনতা সংগ্রামীদের মিল পাই। তাঁরাও মানুষের জন্য লড়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ও মানুষের জন্য লড়ছেন, মানুষের কথা বলছেন।'

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement