Advertisement

Mamata Banerjee: '১৩ বছর আগে...' মুখ্যমন্ত্রী পদে সেই প্রথম শপথের দিন, কৃতজ্ঞ মমতা

গোটা দেশের সঙ্গে রাজ্যেও সোমবার লোকসভার পঞ্চম দফার ভোটগ্রহণ চলছে। এদিন পশ্চিমবঙ্গের ৭ লোকসভা কেন্দ্রে ভোট হচ্ছে। আর এরমাঝেই স্মৃতিমেদুর হয়ে উঠলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ থেকে ঠিক ১৩ বছর আগে এই দিনেই বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যা। নিজের ট্যুইটার অ্যাকাউন্টে সোমবার সকালে সেইকথা স্মরণ করলেন তৃণমূলনেত্রী।

স্মৃতিমেদুর মুখ্যমন্ত্রী মমতা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 20 May 2024,
  • अपडेटेड 9:37 AM IST

গোটা দেশের সঙ্গে রাজ্যেও সোমবার লোকসভার পঞ্চম দফার ভোটগ্রহণ চলছে। এদিন পশ্চিমবঙ্গের ৭ লোকসভা কেন্দ্রে ভোট হচ্ছে। আর এরমাঝেই স্মৃতিমেদুর হয়ে উঠলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ থেকে ঠিক ১৩ বছর আগে এই দিনেই বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যা। নিজের ট্যুইটার অ্যাকাউন্টে সোমবার সকালে সেইকথা স্মরণ করলেন তৃণমূলনেত্রী।

 

মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর পোস্টে লেখেন, ‘‘১৩ বছর আগে এই দিনে আমি প্রথম বারের মতো মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলাম। রাজ্যের উন্নয়নের জন্য একটি পরিবর্তনমূলক যাত্রা শুরু করার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের জনগণের সেবা করার অঙ্গীকার করেছিলাম।’’ তাঁর উপর আস্থা রাখা এবং সমর্থনের জন্য ‘মা-মাটি-মানুষ’কে কৃতজ্ঞতা জানান মুখ্যমন্ত্রী।

 

প্রসঙ্গত মুখ্যমন্ত্রী হিসেবে ১৩ বছর আগে এই তারিখেই শপথ নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।  , ২০১১ সালের বিধানসভা ভোটে তৃণমূলের জয়ের পর ওই বছর ২০ মে প্রথম বার মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন মমতা। এরপর ২০১৬ সালে দ্বিতীয় বার এবং ২০২১ সালের  ৫ মে তৃতীয় বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি।

 মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে বামফ্রন্টের ৩৪ বছরের শাসনের অবসান ঘটিয়েছিলেন সেবার। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন জোট ২৯৪ আসনের বিধানসভায় সেবার ২২৫ টিরও বেশি আসন জিতে দুই-তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। 
 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement