Advertisement

Saugata Roy On Sudip:'বিজেপি করে বলে দাদার বাড়িতে যাই না', সুদীপ-তাপস বিতর্কে সৌগত

তাপস-সুদীপ বিবাদে এ দিন কার্যত তৃণমূল বিধায়কের পাশেই দাঁড়িয়েছেন সৌগত। তিনি বলেন,'দলে থেকে এমন কোনও কাজ করা উচিত নয়, যাতে কর্মী-সমর্থকদের মনে আঘাত লাগে। তাই তো আমি নিজের দাদার বাড়িতে কয়েক বছর ধরে যাই না। কারণ তিনি বিজেপি করেন।'  

সৌগত ও তথাগত রায়।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 13 Oct 2022,
  • अपडेटेड 3:27 PM IST
  • তাপস-সুদীপ বিবাদে এ দিন কার্যত তৃণমূল বিধায়কের পাশেই দাঁড়িয়েছেন সৌগত।
  • দাদার বাড়িতে যাননি বলে দাবি সৌগতর।

বিজেপির সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে লোকসভার তৃণমূল দলনেতা সুদীপ বন্দ্য়োপাধ্যায়কে নিশানা করেছেন দলের বিধায়ক তাপস রায়। এই নিয়ে তাপসের পাশেই দাঁড়ালেন বর্ষীয়ান তৃণমূল সাংসদ সৌগত রায়। দাবি করলেন, দাদা তথাগত রায় বিজেপি করেন। সেজন্য তাঁর বাড়িতে যান না। 

তাপস-সুদীপ বিবাদে এ দিন কার্যত তৃণমূল বিধায়কের পাশেই দাঁড়িয়েছেন সৌগত। তিনি বলেন,'দলে থেকে এমন কোনও কাজ করা উচিত নয়, যাতে কর্মী-সমর্থকদের মনে আঘাত লাগে। তাই তো আমি নিজের দাদার বাড়িতে কয়েক বছর ধরে যাই না। কারণ তিনি বিজেপি করেন।'  বলে রাখি, সৌগতর দাদা তথাগত রায়। তিনি রাজ্যের পরিচিত বিজেপি নেতা। রাজ্য বিজেপির সভাপতি ছিলেন। মোদী জমানায় ত্রিপুরা ও মেঘালয়ের রাজ্যপালের দায়িত্বও পালন করেছেন। সৌগতর কথায়,'আমি নিজের দাদার বাড়িতে কয়েক বছর যাই না। কারণ আমার দাদা বিজেপি করে। তা বলে দাদার সঙ্গে আমার সম্পর্ক খারাপ, এমনটা নয়। ওঁর বাড়িতে গেলে ভুল বার্তা যেতে পারে। তাই এক দলে থেকে অন্য দলের সঙ্গে যোগাযোগ না রাখাই ভাল।'

ঘটনার সূত্রপাত, উত্তর কলকাতার বিজেপি সভাপতি তমোঘ্ন ঘোষের বাড়িতে সুদীপের যাওয়া নিয়ে। এ নিয়ে সুদীপকে তোপ দাগেন তাপস রায়। তিনি অভিযোগ করেন,'দলনেত্রীর ভাবমূর্তিকে ব্যক্তিগত স্বার্থে কাজে লাগিয়ে নিজের ব্যক্তিস্বার্থ চরিতার্থ করছেন। বিরোধী দল বিজেপির সঙ্গে সুসম্পর্ক চালিয়ে যাচ্ছেন।' তাপসের বাড়ি গিয়ে কথা বলেন কুণাল। তার পরও তাঁকে থামানো যায়নি।  

বৃহস্পতিবার তাপস  বলেন,'নরেন্দ্র মোদীর থেকে ছিট কাপড় নিয়েও ওঁ পদ বাঁচাতে পারল না। ওম বিড়লাকে তেল দিয়েও না! এ বার প্রধানমন্ত্রীর সামনে বিপ্লব দেখিয়ে তৃণমূলের জন্য স্থায়ী কমিটির চেয়ারম্যানের পদ আদায় করুক দেখি!'

বলে রাখি, নরেন্দ্র মোদীর কোট দেখে প্রশংসা করেছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। ক'দিন পরে একই রকম ছিট কাপড় সুদীপকে উপহার দিয়েছিলেন প্রধানমন্ত্রী।  সেই কাপড় দিয়ে কোট বানান সুদীপ। যা দেখে প্রধানমন্ত্রী বলেছিলেন,'দারুণ মানিয়েছে তো। তাপসের কটাক্ষ, কারও কোট দেখে এরকম হ্যাংলামো করলে যে কেউ কাপড় কিনে পাঠিয়ে দেবে।'
 

Advertisement

আরও পড়ুন- গান্ধী মূর্তির পাদদেশে টেট চাকরিপ্রার্থীদের ধর্না নয়: হাইকোর্ট

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement