ইএম বাইপাসের ধারে তৃণমূলের পার্টি অফিস তৈরি হচ্ছে। সেই অফিসের কাজ সম্পূর্ণ হতে এখনও বছর দুয়েক লাগার কথা। তবে তার আগেই অস্থায়ী পার্টি অফিসের উদ্বোধন হবে। জানা গিয়েছে, অক্ষয় তৃতীয়ার দিনই অস্থায়ী পার্টি অফিসের উদ্বোধন হবে।
এই অস্থায়ী অফিসটি রুবি হাসপাতালের দিক থেকে চিংড়িহাটা মোড়ের আগে বাম দিকে। ঠিক তার পাশে রয়েছে একটি বড় বাড়ি। সেখানেই নতুন অফিস হবে তৃণমূল নেতৃত্বের।
আরও পড়ুন : ফের COVID-ঢেউ? আজও একদিনে প্রায় ৩ হাজার সংক্রমণ
জানা গিয়েছে, এটা অস্থায়ী পার্টি অফিস হলেও থাকছে সবরকম ব্যবস্থা। লিফট, কনফারেন্স রুম থেকে শুরু করে শহিদ বেদি ইত্যাদি সবই থাকবে। নেতাদের জন্য আলাদা আলাদা ঘরও থাকবে। স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন এই অফিসে।
জানা গিয়েছে, অস্থায়ী অফিসে উদ্বোধন ঘিরে থাকবে এলাহি আয়োজন। হবে পুজো, খাওয়া দাওয়া। আর পুজো করবেন বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।
বাইপাসের ধারে বিগত ২০ বছর ধরে ছিল তৃণমূলের পার্টি অফিসটি। তবে সেই পার্টি অফিস বড় করার জন্য সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই মতো ২০২১ সালে পার্টি অফিসটি ভেঙে ফেলা হয়। তবে নতুন করে সেই পার্টি অফিস তৈরি এখনও হয়নি বলে খবর। এই পরিস্থিতিতে অস্থায়ী অফিসের কাজ চলবে।
প্রসঙ্গত, কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এখনও পার্টি অফিস রয়েছে। সেখানে দলীয় কাজকর্ম হয়। দলের গুরুত্বপূর্ণ বৈঠক, সিদ্ধান্ত সেই অফিস থেকেই নিয়ে থাকেন ঘাসফুল শিবিরের সুপ্রিমো। তবে বাইপাসের ধারে নয়া পার্টি অফিসটি হয়ে গেলে সেখানেই সব গুরুত্বপূর্ণ কাজ হওয়ার কথা ছিল। তবে সেই অফিসের কাজ কবে থেকে শুরু হবে তা এখনও জানা যায়নি।