Advertisement

বিজেপি 'পাইকারি দল', ঝালমুড়ির মতো যে এল, নিয়ে নিল! ফিরহাদ

বিজেপি (BJP)-কে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন তৃণমূল (Trinamool) নেতা রাজ্যের পুর ও নগরোন্নয়মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। বিজেপিকে তিনি 'পাইকারি দল' (Wholesale Party), 'ইমপোর্টেড দল' কটাক্ষ করেছেন। দলবদলের ঘটনা নিয়ে সমালোচনা করেন তিনি। জানান, ঝালমুড়ির মতো যে এল, তাঁকে ঢুকিয়ে নিচ্ছে বিজেপি।

বিজেপির তুমুল সমালোচনা করলেন ফিরহাদ হাকিম। ছবি সৌজন্য: ফেসবুক
Aajtak Bangla
  • কলকাতা,
  • 28 Nov 2020,
  • अपडेटेड 3:58 PM IST
  • 'পাইকারি দল' বিজেপি
  • ঝালমুড়ির মতো যে এল, তাঁকে ঢুকিয়ে নিচ্ছে
  • বিজেপিকে আক্রমণ ফিরহাদের

বিজেপি (BJP)-কে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন তৃণমূল (Trinamool) নেতা রাজ্যের পুর ও নগরোন্নয়মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। বিজেপিকে তিনি 'পাইকারি দল' (Wholesale Party), 'ইমপোর্টেড দল' কটাক্ষ করেছেন। দলবদলের ঘটনা নিয়ে সমালোচনা করেন তিনি। জানান, ঝালমুড়ির মতো যে এল, তাঁকে ঢুকিয়ে নিচ্ছে বিজেপি।

এদিন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দাবি করেছেন, এক মাসের মধ্যে শেষ হয়ে যাবে তৃণমূল। দলের আরও অনেকে একই দাবি করেছেন। শুক্রবার রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী মন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন। একই দিনে তৃণমূল বিধায়ক মিহির গোস্বামী দল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। 

এদিন কলকাতায় একটি কর্মসূচির এক ফাঁকে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন ফিরহাদ। তাঁরা দিলীপের মন্তব্য নিয়ে তাঁর প্রতিক্রিয়া জানতে চান। তিনি তুমুল আক্রমণ করেন। বলেন, দিলীপবাবু স্বপ্ন দেখছেন। তার স্বপ্ন কখনও পূরণ হবে না। তিনি বিজেপি দলকে ইমপোর্টেড পার্টি বলে কটাক্ষ করেন।

তিনি বলেন, তৃণমূল মানুষের দল। মানুষের আন্দোলনের দল। সেই দল কে ফেলা যায় না। ঝালমুড়ির মতো তৃণমূল থেকে লোক নেওয়া হচ্ছে। যে দলের কোনও আদর্শ নীতি নেই, সেই দলের উপরে মানুষ ভরসা করে না। 

তাঁর কটাক্ষ, ওঁরা হল পাইকারি দল। ওঁদের দলের কোনও নীতি নেই। প্রত্যেক দলের একটা আদর্শ থাকে। সেটা ওদের নেই। যাঁদের আদর্শগত কোনও নীতি নেই, তাঁদের ওঁরা আবেদন করেছেন, আদর্শহীন লোকেদের জোট বাঁধুন। তাতে বাংলায় চিঁড়ে ভিজবে না। বাংলা আদর্শের পথে, মানুষ ধর্মনিরপেক্ষতার পথে, প্রগতির পথে, গণতন্ত্রের পথে থাকে। এখানে মানুষ গান্ধীবাদ, সুভাষবাদের পথে চলেন। এভাবে একটা দল চলে না।

তাঁর দাবি, তৃণমূল ছিল, আছে, থাকবে। বাংলার আন্দোলনের ফলে তৃণমূল। সিঙ্গুর, নন্দীগ্রামের আন্দোলনের ফসল তৃণমূল। মানুষের দল তৃণমূল। দিলীপ ঘোষ যতই চেষ্টা করুন, কিছু করতে পারেবন না।

Advertisement

বিজেপির আরও সমালোচনা করে তিনি বলেন, ঝালমুড়ির মতো যে এল, তাকে ঢুকিয়ে নেবে। উনি স্বপ্ন দেখছেন। স্বপ্ন স্বপ্নই থাকবে। তৃণমূলকে ফেলে দেওয়া যায় না। অন্য জায়গা দিয়ে আসেনি। মানুষের আন্দোলনের ফসল তৃণমূল। মানুষ তৃণমূলকে রাখবে। পাগলে কী না বলে, ছাগলে কী না খায়!

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement