Underpass in New Town: শহর কলকাতায় (Kolkata) মাটির নীচ থেকে ছুটবে গাড়ি। জোরকদমে চলছে প্রস্তুতি। রবিবার থেকে শুরু হয়ে গেল তার কাজও। নিউ টাউনে (New Town) বিশ্ব বাংলা গেটের (Biswa Bangla Gate) নীচ থেকে তৈরি হচ্ছে টানেল। নিউটাউন থেকে বিমানবন্দর পর্যন্ত তৈরি হচ্ছে এই টানেল (Tunnel)। আগামী এক বছরের মধ্যে ৩২০ মিটার দীর্ঘ এই সুড়ঙ্গের নির্মাণ কাজ শেষ হয়ে যাবে বলে খবর।
এই টানেল তৈরি হয়ে গেলে বিমানবন্দরে যাতায়াতে যানজট খানিকটা কমবে বলেই আশা করা হচ্ছে। সংবাদমাধ্যম সূত্রে খবর, প্রথম ধাপে ৩২০ মিটার দীর্ঘ টানেল তৈরি হবে নিউটাউনের বিশ্ববাংলা গেট থেকে নারকেলবাগান পর্যন্ত। পরের ধাপে তা পৌঁছবে কলকাতা বিমানবন্দর পর্যন্ত।
পথচারীদের জন্যও একটি আন্ডারপাস তৈরি করার ভাবনা রয়েছে বলে জানা যায়। মানুষের যাতায়াতের জন্য ৭ ফুট চওড়া ফুটপাত থাকবে৷ মাটির ৪.২ মিটার গভীরে হবে রাস্তাটি।
হিডকোকে এই প্রকল্পের যাবতীয় দায়িত্ব দেওয়া হয়েছে। এই টানেলে থাকবে অত্যাধুনিক আলোও। সবমিলিয়ে স্মার্ট সিটি আরও আকর্ষণের কেন্দ্র হতে চলেছে। পাশাপাশি, যানজটের চাপ কম করার জন্যও এটি বেশ কার্যকর হবে। নিউ টাউন বাস স্ট্যান্ড থেকে নিউটাউন থানার দিকে যাওয়ার রাস্তার নীচের দিক দিয়ে এই সুড়ঙ্গ পথ তৈরি হবে৷