Advertisement

Amit Shah and Mamata Banerjee: শীঘ্রই নবান্নে মমতার অতিথি হতে পারেন শাহ

এর আগে দিল্লিতে নর্থ ব্লকে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন মমতা। বৈঠকও হয়েছে তাঁদের। কিন্তু অমিত শাহ কখনও কলকাতা সফরে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেননি।

নিজস্ব চিত্র
জয়ন্ত ঘোষাল
  • কলকাতা,
  • 18 Jul 2022,
  • अपडेटेड 2:46 PM IST

নবান্নে অতিথি হতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। খুব শীঘ্রই কলকাতায় পূর্বাঞ্চলীয় মুখ্যমন্ত্রীদের বৈঠক হতে চলেছে। সেই বৈঠকেই পৌরহিত্য করবেন অমিত শাহ। নবান্ন সভাঘরেই হতে চলেছে এই বৈঠক। 

এর আগে দিল্লিতে নর্থ ব্লকে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন মমতা। বৈঠকও হয়েছে তাঁদের। কিন্তু অমিত শাহ কখনও কলকাতা সফরে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেননি। পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের বৈঠকে মমতা ছাড়াও বিহার, ঝাড়খণ্ড ও সিকিমের মুখ্যমন্ত্রী থাকবেন। এই সম্মেলনটি ঘুরিয়ে ফিরিয়ে হয়। আগেরবার ওড়িশায় হয়েছিল। মমতা সেই সম্মেলনে যোগ দিয়েছিলেন। কলকাতাতেও অতীতে এই সম্মেলন হয়েছে। সে বার সম্মেলনে যোগ দিয়েছিলেন তত্‍কালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। 

প্রসঙ্গেত, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজনাথ সিংয়ের সম্পর্ক বাজপেয়ী জমানা থেকেই বেশ ভাল। কলকাতায় মমতার অনশন মঞ্চেও এসেছিলেন রাজনাথ সিং। কিন্তু অমিত শাহ? বিধানসভা ভোটে মমতা সরকারকে উত্‍খাত করার উদ্দেশ্যের প্রধান কাণ্ডারী তিনি। এখন অমিত শাহ তাঁর কলকাতা সফর শেষ মুহূর্তে বাতিল করবেন কিনা, তা ভিন্ন প্রশ্ন। তবে এখনও পর্যন্ত খবর, কলকাতা সফরে নবান্নেই অতিথি হতে পারেন শাহ।

এই পূর্বাঞ্চলীয় জোন গঠনের আইডিয়া প্রথম দেন দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। ১৯৫৬ সালে তিনি রাজ্য পুনর্গঠন বিষয়টি নিয়ে আরও আলোচনার জন্য উত্তর এর পাশাপাশি পূর্বাঞ্চল কেও একটি জোন হিসাবে বিবেচনা করেন। 
এখন উত্তরাঞ্চল, সেন্ট্রাল, পূর্বাঞ্চল ও দক্ষিণ চারটি জোনে দেশ বিভক্ত। উত্তর-পূর্বাঞ্চল রাজ্যগুলির জন্য অবশ্য আলাদা পরিষদ আছে। তাই ওই রাজ্যগুলি এখন এই জোনে নেই। 
 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement