Advertisement

অজয়ের 'দরবারে' অমিত শাহ, কী বললেন পন্ডিতজি ?

জল্পনাটা শুরু হয়েছিল আগেই। কদিন আগেই কৈলাস বিজয়বর্গীয়-সহ একাধিক বিজেপি নেতৃত্ব পৌঁছে গিয়েছিলেন পন্ডিত অজয় চক্রবর্তীর বাড়ি। পরে সেই ছবি প্রকাশ্য়ে আসতেই শুরু হয় আলোচনা। তবে কি গেরুয়া ব্রিগেডে নাম লেখাচ্ছেন শাস্ত্রীয় সংগীত শিল্পী? কিন্তু নিজেই সেই জল্পনায় জল ঢাললেন পদ্মভূষণ প্রাপক

অজয় চক্রবর্তীর সঙ্গে অমিত শাহ
মনোজ্ঞা লইয়াল
  • কলকাতা,
  • 06 Nov 2020,
  • अपडेटेड 2:31 PM IST
  • কদিন আগেই কৈলাস বিজয়বর্গীয়-সহ একাধিক বিজেপি নেতৃত্ব পৌঁছে গিয়েছিলেন পন্ডিত অজয় চক্রবর্তীর বাড়ি
  • পরে সেই ছবি প্রকাশ্য়ে আসতেই শুরু হয় আলোচনা
  • কিন্তু নিজেই সেই জল্পনায় জল ঢাললেন পদ্মভূষণ প্রাপক

জল্পনাটা শুরু হয়েছিল আগেই। কদিন আগেই কৈলাস বিজয়বর্গীয়-সহ একাধিক বিজেপি নেতৃত্ব পৌঁছে গিয়েছিলেন পন্ডিত অজয় চক্রবর্তীর বাড়ি। পরে সেই ছবি প্রকাশ্য়ে আসতেই শুরু হয় আলোচনা। তবে কি গেরুয়া ব্রিগেডে নাম লেখাচ্ছেন শাস্ত্রীয় সংগীত শিল্পী? কিন্তু নিজেই সেই জল্পনায় জল ঢাললেন পদ্মভূষণ প্রাপক। অমিত শাহের বাড়িতে যাওয়া নিয়ে কী বললেন তিনি ?

এদিন অমিত শাহের দ্বিতীয় দিনের কর্মসূচিতেই ছিল পন্ডিত অজয় চক্রবর্তীর বাড়িতে যাওয়া। সকাল থেকে বিজেপির 'সেকেন্ড ইন কমান্ড'কে স্বাগত জানাতে পতাকা হাতে রাস্তায় দাঁড়িয়ে ছিলেন মহিলা মোর্চার নেত্রীরা। সংগীত শিল্পীর বাড়ির সামনে উপস্থিত ছিলেন বিজেপির নেতা কর্মীরা। পরে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে শিল্পীর সাক্ষাতের সেই ছবি টুইটারে পোস্ট করেন কৈলাস বিজয়বর্গীয়।

 

শিল্পী অবশ্য় জানান, 'ওরকম একজন বড় মাপের ব্যক্তিত্ব সংগীতের জন্য় আমার বাড়িতে আসার কথা ভেবেছেন, এটাই আমার কাছে গর্বের বিষয়। আমি একজন সংগীত শিল্পী, সংগীতের বাইরে অন্য়কিছু আমার জানা নেই। উনি আমার গান শুনবেন। আমি এমন কোনও পজিশনে নেই যে ,আমি ওনাকে আমন্ত্রণ জানাতে পারি। উনি নিজেই জানিয়েছেন, উনি আমার গান শুনতে চান। অতীতে আব্দুল কালামও আমার বাড়িতে এসেছেন। এখন উনি এলেন। আমার কাছে উনি একজন অতিথি।'

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement