২০১৯ সালের জুলাইয়ে বাংলার রাজ্যপালের দায়িত্ব নিয়েছিলেন জগদীপ ধনখড়। তখন থেকে শাসক দলের সঙ্গে তাঁর সংঘাত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যপাল জগদীপ ধনখড়ের 'মধুর' সম্পর্কও সর্বজনবিদিত। সেই ধনখড়ই এনডিএ জোটের উপরাষ্ট্রপতি পদপ্রার্থী। মমতাকে কি সমর্থন দেবেন? রবিবার সকালে মুখ্যমন্ত্রীকে ফোন করেন রাজ্যপাল। এটি 'বিদায়ী সৌজন্য ফোনালাপ' বলেই মনে করা হচ্ছে। তা কী কথা হল?
এ দিন সকালে মুখ্যমন্ত্রীকে ফোন করেন রাজ্যপাল জগদীপ ধনখড়। সূত্রের খবর,কংগ্রেস এবং বামদের মতো মমতার সমর্থনও চান। ধনখড়ের ঘনিষ্ঠমহল বলছে, মুখ্যমন্ত্রী তাঁকে জানিয়েছেন, উপরাষ্ট্রপতি পদে প্রার্থী দেবে না তৃণমূল। কংগ্রেস-সহ বিরোধী দলগুলি কাকে প্রার্থী করছে, সেটা আগে দেখে নিতে চান। তার পর ২১ জুলাই শহিদ সমাবেশের পর সন্ধ্যায় দলের বৈঠক চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী।
তৃণমূল সাংসদ সৌগত রায় ইতিমধ্যেই বলেছেন,'বাংলার শাসক দলকে উত্যক্ত করার পুরস্কার পেলেন ধনখড়।'এখন প্রশ্ন, ধনখড়কে কি সমর্থন করবেন মমতা? সমর্থন করার নেপথ্যে একটা যুক্তি রয়েছে তা হল বাংলার একটি প্রবাদবাক্য- 'তুমি অধম তা বলিয়া আমি উত্তম হইবো না কেন!' এছাড়া ধনখড় আর রাজ্যপাল থাকছেন না। জয়ের পর রাজ্যসভাতেও তাঁকে সংসদীয় কারণে প্রয়োজন হবে। তিনি এ রাজ্যে এতদিন ছিলেন। এই ৩০ জুলাই ৩ বছর পূর্ণ হবে। তাই সম্ভবত কোনও প্রার্থী দেবে না তৃণমূল। আর সত্যি কথা বলতে, যশবন্ত সিনহার নামও মমতার সঙ্গে আলোচনা করে ঠিক হয়নি!
ধনখড়ের ইস্তফার পর সাংবিধানিক রীতি মেনে ঝাড়খণ্ডের রাজ্যপাল রমেশ ব্যাসকে পশ্চিমবঙ্গের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হতে পারে বলে শোনা যাচ্ছে। রমেশ ব্যাস পাকাপাকি ভাবে থেকে যাবেন নাকি নতুন নাম নিয়ে আলোচনা হবে? মমতা এ বার দেখতে চান, দিল্লি এবার রাজ্যপাল পদে তাঁর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয় কিনা!
মমতার মত, রাজভবনের সঙ্গে রাজ্য সরকারের বিরোধের জেরে হাওড়া-বালি পুর নির্বাচন, শিক্ষাবিল-সহ বহু ফাইল আটকে রয়েছে। সেগুলিতে শিলমোহর দেওয়া হোক। কাজেই মুখতার আব্বাস নকভির নাম ঘুরলেও পাকা হচ্ছে না এখনই।
শীঘ্রই কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উত্তর-পূর্বাঞ্চলের মুখ্যমন্ত্রীদের সঙ্গে তাঁর বৈঠক। যেমন একবার রাজনাথ সিং এসেছিলেন, তেমন অমিত শাহ যাবেন নবান্নে। আলাদা করে মমতা ও শাহ বৈঠক হওয়ার সম্ভাবনাও রয়েছে। রাজ্যপাল নিয়ে কি ওই বৈঠকে আলোচনা হবে, সেটাই এখন দেখার।
আরও পড়ুন- প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ধনখড়, নীচে TMC সাংসদ দেব লিখলেন...