Advertisement

WB Weather Update: শুক্র-শনি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ৬ জেলায়, এই দিন থেকে শীতের আমেজ দক্ষিণবঙ্গে

দুর্গাপুজোর পর গোটা বাংলাতেই কয়েকদিন ধরে শীতের আমেজ রয়েছে। কলকাতার পাশাপাশি জেলায় জেলায় কমছে শীতের আমেজ।

আবহাওয়া
Aajtak Bangla
  • কলকাতা,
  • 02 Nov 2023,
  • अपडेटेड 5:42 PM IST
  • দুর্গাপুজোর পর গোটা বাংলাতেই কয়েকদিন ধরে শীতের আমেজ রয়েছে।
  • কলকাতার পাশাপাশি জেলায় জেলায় কমছে শীতের আমেজ।

দুর্গাপুজোর পর গোটা বাংলাতেই কয়েকদিন ধরে শীতের আমেজ রয়েছে। কলকাতার পাশাপাশি জেলায় জেলায় কমছে শীতের আমেজ। তারইমধ্যে উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কাল ও পরশু অর্থাৎ শুক্র-শনি কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পশ্চিমী ঝঞ্ঝা ও পুবালী হাওয়ার প্রভাবে বৃষ্টির সম্ভাবনা বলে জানানো হয়েছে। 

শুক্রবার বৃষ্টি হবে বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগণাতে। উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, দার্জিলিং এবং কালিম্পং জেলায় বৃহস্পতি ও শুক্রবার দু'দিন হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। অন্যান্য জেলায় আংশিক মেঘলা আকাশ হলেও বৃষ্টির সম্ভাবনা কম। বাকি জেলার আবহাওয়া মোটের ওপর শুকনো থাকবে। শনিবারও দার্জিলিং এবং কালিম্পং-এ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময় বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে।

সেইসঙ্গে সোমবার থেকে হাওয়া বদল ফের শীতের আমেজ বাড়বে। মঙ্গলবার থেকে শীতের আমেজ মিলবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। তাপমাত্রা বেশ কিছুটা কমতে পারে।

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement