Advertisement

Bengal Weather : এক ধাক্কায় বাড়বে শীত, তার উপর মেঘলা আকাশ বাংলায়; পূর্বাভাস

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ ঘনীভূত হয়েছে। এই নিম্নচাপ আপাতত গভীর হয়েই থাকবে৷ আর তার জেরে হবে বৃষ্টি। একটানা বৃষ্টির পূর্বাভাসও জারি করা হয়েছে।

প্রতীকী ছবি প্রতীকী ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 21 Nov 2022,
  • अपडेटेड 5:09 PM IST
  • বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ ঘনীভূত হয়েছে
  • তার প্রভাব কেমন পড়বে বাংলায় ?
  • তবে তাপমাত্রা নামবে হু হু করে


বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ ঘনীভূত হয়েছে। এই নিম্নচাপ আপাতত গভীর হয়েই থাকবে৷ আর তার জেরে হবে বৃষ্টি। একটানা বৃষ্টির পূর্বাভাসও জারি করা হয়েছে। তামিলনাড়ু-পুদুচেরির দিকে অগ্রসর হবে এই নিম্নচাপ। সেখানে ঝড়-বৃষ্টি হতে পারে। 

আবহাওয়া দফতর জানিয়েছে, ২২ নভেম্বর পর্যন্ত এভাবেই এগোবে নিম্নচাপ৷ তারপর থেকে এর প্রভাব কমতে পারে। তবে এই নিম্নচাপের প্রভাব পড়বে বাংলাতেও। সোমবার আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এই নিম্নচাপের প্রভাবে বাংলায় আংশি্ক মেঘলা আকাশ থাকবে। কলকাতা ও তার আশপাশের জেলাগুলিতে এমন আকাশ দেখা যাবে। 

আরও পড়ুন

সঙ্গে বাড়বে শীতও। রাতের তাপমাত্রার পরিবর্তন  আগামী দু দিনে খুব একটা হবে না। তবে ২ দিন পর থেকে এক ধাক্কায় ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা কমবে। এখন কলকাতা বা তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রির কাছাকাছি । রাতের সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রির কাছাকাছি। ২২ তারিখ অর্থাৎ মঙ্গলবারের পর থেকে তাপমাত্রা আরও কমবে। 

আলিপুর আবহাওয়া দফতর আরও জানিয়েছে, এই মুহূর্তে আমাদের রাজ্যের জন্য তেমন কোনো ওয়েদার সিস্টেম নেই। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে দু জায়গাতেই শুষ্ক ও পরিষ্কার আবহাওয়া থাকবে। মেঘলা আকাশ থাকবে। তবে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। 

উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী পাঁচ দিন শুষ্ক ও পরিষ্কার ওয়েদার থাকবে। তাপমাত্রায় কোন পরিবর্তন নেই আগামী চার দিন। 

 

Read more!
Advertisement
Advertisement