Advertisement

Weather Report: আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির পূর্বাভাস, কোথায়? জানুন আবহাওয়ার খবর

আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Office) রিপোর্ট অনুযায়ী, শনিবার শহর কলকাতা ও সংলগ্ন এলাকার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি বেশি। পাশাপাশি সর্বনিম্ন তাপামাত্রা ২০.২ ডিগ্রি সেলসিয়াস। তবে শুক্রবারের তুলনায় এদিন কিছুটা কমেছে সর্বনিম্ন তাপমাত্রা।

প্রতীকী ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 27 Feb 2021,
  • अपडेटेड 12:06 PM IST
  • কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.১ ডিগ্রি সেলসিয়াস
  • সর্বনিম্ন তাপমাত্রা ২০.২ ডিগ্রি সেলসিয়াস
  • উত্তরে বৃষ্টির পূর্বাভাস

ফেব্রুয়ারি (February) এখনও শেষ হয়নি, তার আগেই বেশ গরমের বাতাবরণ শহর কলকাতায় (Kolkata)। ইতিমধ্যে বেশ খানিকটা চড়েছে তাপমাত্রার পারদ। আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Office) রিপোর্ট অনুযায়ী, শনিবার শহর কলকাতা ও সংলগ্ন এলাকার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি বেশি। পাশাপাশি সর্বনিম্ন তাপামাত্রা ২০.২ ডিগ্রি সেলসিয়াস। তবে শুক্রবারের তুলনায় এদিন কিছুটা কমেছে সর্বনিম্ন তাপমাত্রা। শুক্রবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৩ ডিগ্রি সেলসিয়াস। সকালের দিকে কোথাও কোথাও কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ মূলত পরিচ্ছনই রয়েছে। 

হাওয়া অফিস জানাচ্ছে, আগামী ৪৮ ঘণ্টা দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুষ্কই থাকবে। পাশাপাশি আগামী ৩ থেকে ৪ দিন রাতের দিকে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ২ - ৪ ডিগ্রি ওপরেই থাকবে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। তবে দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকলেও রবিবারের মধ্যে বৃষ্টিতে ভিজতে পারে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলা। এক্ষেত্রে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে বলেই পূর্বাভাস। তবে দক্ষিণের মতো উত্তরেও আগামী ৩ থেকে ৪ দিন রাতের দিকে তাপমাত্রা স্বাবাভিকের চেয়ে ২ -৪ ডিগ্রি ওপরে থাকতে পারে বলেই জানা যাচ্ছে। 

হাওয়া অফিস জানাচ্ছে, উত্তর শ্রীলঙ্কা উপকূলের কাছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। পাশাপাশি বাংলাদেশের ওপরেও রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। অন্যদিকে জম্মুকাশ্মীরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং তুষারপাতের পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। একইসঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি ও তুষারপাত হতে পারে হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের। এদিকে উত্তর পূর্বের অরুণাচল প্রদেশে তুষারপাত ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে বলেও জানাচ্ছে আবহাওয়া দফতর। 


 

Advertisement
Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement