আবারও পারদ পতন। মঙ্গলবারের চেয়ে প্রায় ২ ডিগ্রি কমল তাপমাত্রা। বুধবার (Wednesday) শহর কলকাতা (Kolkata) ও সংলগ্ন এলাকার তাপমাত্রা কমে দাঁড়ালো ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আলিপুর আবহাওয়া (Alipore Weather Office) দফতর জানাচ্ছে এদিন কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম। দিনের সর্বোচ্চ তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে নিচে। হাওয়া অফিস জানাচ্ছে, এদিনের সর্বোচ্চ তাপমাত্রা ২২.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি কম। সকালের দিকে কোথাও কোথাও কুয়াশা থাকলেও আকাশ মূলত পরিস্কার থাকবে বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর।
গত ২ দিন কিছুটা চড়ে গিয়েছিল তাপমাত্রার পারদ। তারপর এদিন ফের কিছুটা নামল তাপামাত্রা। প্রসঙ্গত এবার শীতের মরশুমের প্রায় পুরো সময়টাই তাপমাত্রার গ্রাফের উত্থান পতনের সাক্ষী থেকেছেন বঙ্গবাসী। একটা সময় তো দিনের সর্বনিম্ন তাপমাত্রা এমন জায়গায় দাঁড়ায় যে প্রশ্ন উঠতে শুরু করে এবার শীত আর ফিরবে কি না। তবে বারেবারেই দেখা গিয়েছে ২ - ৩ দিন উর্ধ্বমুখী থাকার পর ফের নেমেছে তাপমাত্রা। যার ফলে স্বস্তি পেয়েছেন শীত প্রেমীরা।
আর শুধু বঙ্গেই নয়, দেশের অন্যান্য বেশকিছু শহরের দেখা গিয়েছে আবহাওয়ার খামখেয়ালীপনা। তবে আপাতত দিল্লি সহ দেশের উত্তরে ঝোড়ো ব্যাটিং করছে শীত। আবহাওয়া দফতর জানাচ্ছে এদিন দেশের রাজধানী দিল্লিতে তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস। পাশাপাশি দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ শহরের দিকে যদি চোখ রাখা যায় তবে দেখা যাবে, পুণের তাপমাত্রা ১৩.৮ ডিগ্রি, আহমেদাবাদে ১৩.৬ ডিগ্রি, হায়দরাবাদে ২০.৮ ডিগ্রি, চেন্নাইতে ২২.৪ ডিগ্রি, বেঙ্গালুরুতে ১৬.৪ ডিগ্রি এবং মুম্বইতে ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস।