Advertisement

Weather Bengal: রাজ্যে কবে থেকে জাঁকিয়ে শীত? তারিখ জানিয়ে দিল আবহাওয়া দফতর

ঘুর্ণিঝড়ের প্রভাব কাটতেই সকাল থেকে ঝলমলে আকাশ কলকাতায়। আকাশে মেঘের চিহ্ন নেই। তবে, এখনই জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই বলেই জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

রাজ্যে কবে থেকে জাঁকিয়ে শীত? তারিখ জানিয়ে দিল আবহাওয়া দফতর
Aajtak Bangla
  • কলকাতা,
  • 01 Dec 2024,
  • अपडेटेड 11:36 AM IST
  • ঘুর্ণিঝড়ের প্রভাব কাটতেই সকাল থেকে ঝলমলে আকাশ কলকাতায়
  • আকাশে মেঘের চিহ্ন নেই

ঘুর্ণিঝড়ের প্রভাব কাটতেই সকাল থেকে ঝলমলে আকাশ কলকাতায়।  আকাশে মেঘের চিহ্ন নেই। তবে, এখনই জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই বলেই জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে তাপমাত্রার পারদ নামতে শুরু করবে। রবিবার সকালের বুলেটিনে হাওয়া অফিস জানিয়েছে, আগামী পাঁচদিন তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। তারপরে ধীরে ধীরে তাপমাত্রা নামবে।

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ ও ঘূর্ণিঝড় ফেনজলের কারণে বাংলায় শীতের পথে বাধা আসে। উত্তুরে হাওয়া বাধা পেয়ে তাপমাত্রা বাড়তে শুরু হবে। সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ৫ ডিগ্রি বেড়ে যায় কলকাতার। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে যা প্রায় ৫ ডিগ্রি বেশি। কলকাতা-সহ কয়েকটি জেলায় দিনভর বৃষ্টিও হয়েছে ঝিরঝির করে। রবিবারও হালকা বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে। এদিকে, মেঘলা আকাশের কারণে তাপমাত্রা অনেকটা বেড়ে গিয়েছে। রবিবার পারদ কিছুটা নামলেও কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে স্বাভাবিকের চেয়ে বেশি। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। পশ্চিমের জেলাগুলিতে শীত একটু বেশি লাগবে। উত্তরবঙ্গের ক্ষেত্রেও তাপমাত্রার খুব একটা হেরফের হবে না।

সকালের দিকে রাজ্যের কয়েকটি জেলায় কুয়াশা পড়তে পারে। হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট দেখা যেতে পারে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। এছাডা়ও, দার্জিলিং, জলপাইগুড়ি, মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরেও কুয়াশা পড়তে পারে।

TAGS:
Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement