সব বাধা কেটে জাঁকিয়ে শীত পড়তে চলেছে কলকাতায়। বুধবার সকাল থেকেই তিলোত্তমার পারদ কয়েক ডিগ্রি নেমেছে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১৬.২ ডিগ্রি সেলসিয়াসে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় পারদ আরও পড়বে। সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে ১৪ ডিগ্রি সেলসিয়াসে।
বুধবার সকালে ঘন কুয়াশায় ঢাকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। আগামী কয়েকদিনে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে। চলতি সপ্তাহেই কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রির নীচে নামবে বলে আশা করছেন আবহাওয়াবিদরা। সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ২৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। জেলাগুলিতে পারদ নেমেছে আরও বেশি। পশ্চিমের জেলাগুলিতে শীত বেশি থাকবে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ১০ ডিগ্রির নীচেও নেমে যেতে পারে।
কয়েকটি জেলাতে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে কয়েকদিন। সকালের দিকে দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় কুয়াশা পড়তে পারে। সমস্ত জেলাতেই আবহাওয়া শুষ্ক থাকবে। কোথাও কোনও বৃষ্টির সম্ভাবনা নেই।
উত্তরবঙ্গের ক্ষেত্রেও তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। দক্ষিণ দিনাজপুর, মালদা, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। তার মধ্য়ে ঘন কুয়াশার সতর্কতা জারি হয়েছে দার্জিলিং-সহ উত্তরবঙ্গের চার জেলায়। দৃশ্যমানতা নেমে আসতে পারে ৫০ মিটারে। উত্তরবঙ্গের সব জেলাতেও কোনও বৃষ্টির সতর্কতা নেই।