শীত জাঁকিয়ে এখনও পড়েনি। তার মধ্যেই আবার বৃষ্টি! এমন সম্ভাবনার কথাই জানাল আবহাওয়া দফতর। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে পরিবর্তন হবে আবহাওয়ায়। সোমবার দক্ষিণবঙ্গের ৯ জেলায় বৃষ্টি হতে পারে। তবে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টি হতে পারে। দার্জিলিঙে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সপ্তাহ থেকে সর্বনিম্ন তাপমাত্রা আরও কমতে পারে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী তিন দিনে তাপমাত্রা আরও দুই থেকে তিন ডিগ্রি বাড়তে পারে। তার পরে আবার পারদ পতন হবে। কোন কোন জেলায় বৃষ্টি? সোমবার সকালের দিকে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদের কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে আবহাওয়া শুষ্ক থাকবে। সকালের দিকে কোথাও কোথাও কুয়াশা থাকতে পারে।
মঙ্গলবার পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, দুই দিনাজপুর, মালদার কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে। দার্জিলিঙে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। কোচবিহার, মালদা, দার্জিলিং, উত্তর দিনাজপুর জেলায় সকালের এক বা দুই জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। সব মিলিয়ে উত্তরে শীতের দাপট বাড়বে।
রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। আর সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.১ ডিগ্রি কম। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৮৬ শতাংশ এবং ন্যূনতম ৪০ শতাংশ।