Advertisement

Mamata on Nandigram Defeat: 'নন্দীগ্রামে ২ ঘণ্টা লাইট বন্ধ করে কী হয়েছিল?' বিধানসভায় শুভেন্দুকে 'ভাববাচ্যে' নিশানা মমতার

একুশের বিধানসভা ভোটে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় তৃণমূল কংগ্রেস জিতলেও নন্দীগ্রামে পরাজিত হন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রুদ্ধশ্বাস লড়াইয়ে শেষমেশ নন্দীগ্রামে একদা সৈনিক শুভেন্দু অধিকারীর কাছে হেরে যান মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে রাজ্য রাজনীতিতে কম তোলপাড় হয়নি। এদিন বিধানসভায় নন্দীগ্রামে হার নিয়ে নাম না করেই রজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বিধানসভায় শুভেন্দুকে নিশানা মমতার
Aajtak Bangla
  • কলকাতা,
  • 27 Jul 2023,
  • अपडेटेड 3:52 PM IST

একুশের বিধানসভা ভোটে  বিপুল সংখ্যাগরিষ্ঠতায় তৃণমূল কংগ্রেস জিতলেও নন্দীগ্রামে পরাজিত হন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রুদ্ধশ্বাস লড়াইয়ে শেষমেশ নন্দীগ্রামে একদা সৈনিক শুভেন্দু অধিকারীর কাছে হেরে যান মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে রাজ্য রাজনীতিতে কম তোলপাড় হয়নি। এদিন বিধানসভায় নন্দীগ্রামে হার নিয়ে নাম না করেই  রজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বিধানসভায় মন্তব্য করেন  'নন্দীগ্রামের ঘটনা ভুলে গেছেন? ২ ঘণ্টা লাইট বন্ধ করে জিতে নিয়েছেন, আমায় হারিয়ে দিয়েছেন।'

বৃহস্পতিবার  বিধানসভায় পঞ্চায়েত নিয়ে আলোচনার সময় শুভেন্দু অধিকারী বক্তব্য রাখার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলতে ওঠেন।  মুখ্যমন্ত্রী বলেন, ‘যিনি এর আগে বললেন, তিনি তৃণমূলে ছিলেন, তিনি আগের কথা বললেন না। সিপিএম জমানার কথা বলা হয় না। কেন্দ্র যেমন ভোট করায় না, তেমনই রাজ্য সরকার ভোট করায় না। লোকসভা ও বিধানসভা ভোট চিরকুটে পুলিশ বদল। নন্দীগ্রামে দু’ ঘণ্টা লাইট বন্ধ করে দিয়ে কী হয়েছিল ভুলে গেলেন।’

 মুখ্যমন্ত্রী নন্দীগ্রাম প্রসঙ্গ তুলতেই বিজেপি বিধায়করা বিক্ষোভ শুরু করেব। শুভেন্দু অধিকারীর সঙ্গে স্পিকারের বাক্য বিনিময় শুরু হয়। বিজেপি বিধায়কদের বসতে অনুরোধ করলেন স্পিকার। নন্দীগ্রাম নিয়ে শুভেন্দুকে নিশানা করার পরেই বিরোধী দলনেতার নেতৃত্বে বিধানসভা থেকে ওয়াকআউট করে বিজেপি।

শুভেন্দুকে আক্রমণ করার পাশাপাশি   বিজেপিকে বিধানসভায় একহাত নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বলেন, ‘উত্তর প্রদেশ দেখাচ্ছ? ১,১০০ মানুষ এনকাউন্টার হয়েছেন। ত্রিপুরায় ৯৭ শতাংশ আসনে প্রতিদ্বন্দ্বী নেই। গুজরাতে ইউএপিএ কী হয়েছে? মিডিয়া বাংলায় এক তরফা। ২ লাখ মনোনয়ন হয়েছে যা রেকর্ড।’ সংবাদ মাধ্যমকে বিজেপির পক্ষে খবর করতে হয় বলেও মন্তব্য করেন মমতা।  মুখ্যমন্ত্রী বলেন, 'এখানে কেউ বলতে পারবেন না, সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করা হয়। সকালে বলে দেওয়া হয়, বিজেপির পক্ষে খবর করতে হয়। বিজেপির বিরুদ্ধে বলা যাবে না। যারা তৃণমূলকে গালাগালি দিয়ে বাংলাকে অসম্মান করে।’ 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement