উত্তরপ্রদেশ, গোয়া, মণিপুর, উত্তরাখণ্ডের বিধানসভা ভোটের ফলাফলে এগিয়ে রয়েছে BJP। আর এই ফলাফলকে হাতিয়ার করে তৃণমূলকে আক্রমণের পথে হাঁটলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর মতে, এই ভোটের ফলাফল ২০২৪ সালের লোকসভা ভোটেও ফেলবে। এবং বাংলা থেকে BJP ২৫-এর বেশি আসন পাবে। প্রসঙ্গত, ১৯-এর লোকসভা ভোটে পশ্চিমবঙ্গ থেকে ১৮টা আসন পেয়েছিল গেরুয়া শিবির।
পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী এদিনও বিধানসভার বাইরে দলের দুই প্রার্থীর সাসপেনশন প্রত্যাহারের দাবিতে ধর্নায় বসেন BJP বিধায়করা। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন শুভেন্দু অধিকারী।
তিনি বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় গোয়ার দায়িত্বে ছিলেন। আর তিনি দাবি করেছিলেন, গোয়াতে এবার তৃণমূল কংগ্রেস ক্ষমতা দখল করবে। কিন্তু সেখান থেকে খালি হাতে ফিরতে হয়েছে তাঁকে। শুভেন্দুর কথায়, 'দিনহাটায় দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, গোয়াতে এবার তৃণমৃল আসবে। কিন্তু, সেখান থেকে অশ্বডিম্ব নিয়ে ফিরল। খুব আশা প্রধানমন্ত্রী হওয়ার। দেখতেই তো পাচ্ছেন কী হল।'
মমতা বন্দ্যোপাধ্য়ায়কেও আক্রমণ করেন শুভেন্দু। বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, এটা সেমিফাইনাল। সেজন্য তিনি গিয়েছিলেন উত্তরপ্রদেশে প্রচারে। কিন্তু, কী হল তাতে? উনি বলেছিলেন এই ভোট দিল্লিতে সরকার গঠনের ফ্যাক্টর হবে। তাহলে উনি তো সেমিফাইনালেই মাঠের বাইরে চলে গেলেন। ফাইনাল আর কী হবে?'
২০২৪ সালে দেশজুড়ে BJP-ভালো ফল করবে বলেও আশাপ্রকাশ করেন তিনি। রাজ্যের বিরোধী দলনেতার দাবি, কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হলে এই রাজ্যে যে কোনও ভোটে ভালো ফল করবে তাঁদের দল। রাজ্য পুলিশ ও তৃণমূলের সন্ত্রাসের কারণে রাজ্যে ভালো ফল হয়নি। তাঁর কথায়, '১৯ সালে এই রাজ্যের ৩৮.১৩ শতাংশ মানুষ আমাদের ভোট দিয়ে জিতিয়েছে। কেন্দ্রীয় বাহিনী দাঁড়িয়েছিল বলে মমতা বন্দ্যোপাধ্যায় কিছু করতে পারেননি। লিখে রাখুন ২০২৪ এর ভোটে এই রাজ্য থেকে কম করে ২৫ আসন নিয়ে প্রধানমন্ত্রী মোদী পার্লামেন্টে যাবেন।'