রাজ্যে আরও কমল কোভিড সংক্রমণ। আগের দিনের মতো দৈনিক সংক্রমিত রয়েছে ১০ হাজারের নীচে। কলকাতা ও আশেপাশের জেলাগুলিতে কমেছে আক্রান্ত। তবে দার্জিলিং ও মালদায় উল্টো ছবি। সেখানে ক্রমশ বাড়ছে সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৩৭ জনের মৃত্যু হয়েছে।
শনিবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৯ হাজার ১৯১ জন। নমুনা পরীক্ষা বাড়লেও আক্রান্তের সংখ্যা দশ হাজারের নীচেই রয়েছে। পরীক্ষা হয়েছে ৮২,৫৬৪। শুক্রবার ৭২ হাজার ৭৩৮ পরীক্ষা করে ৯ হাজার ১৫৪ জনের শরীরে মিলেছিল করোনাভাইরাস। স্বাভাবিকভাবে পরীক্ষা বাড়লেও এ দিন সংক্রমিত কমায় সংক্রমণ হার কমেছে। রাজ্যে সংক্রমণ হার কমে হয়েছে ১১.১৩ শতাংশ। মাসের শুরুতেই তা ৩০ শতাংশের উপরে চলে গিয়েছিল।
কলকাতায় আক্রান্ত ১,৪৮৯। ১ হাজার ৩৬০ জন আক্রান্ত হয়েছেন উত্তর ২৪ পরগনায়। দক্ষিণ ২৪ পরগনায় সংক্রামিত ৭৩১ জন। হাওড়া ও হুগলিতে সংক্রমিত যথাক্রমে ৩৪১ ও ৩৩৩। বীরভূমে সংক্রমণ এখনও পাঁচশোর উপরে। আক্রান্ত ৫১৮। পূর্ব বর্ধমান ও নদিয়ায় সংক্রামিত হয়েছেন ৪৬৭ ও ৩৯২ জন।
দক্ষিণবঙ্গে করোনা নিয়ন্ত্রণে এলেও উত্তরবঙ্গে আলাদা চিত্র। দার্জিলিঙে ক্রমবর্ধমান কোভিড রেখচিত্র। ৮০০ ছাড়িয়ে গিয়েছে সংক্রমণ। আক্রান্ত ৮১৫। মালদায় ৬১১ জন সংক্রামিত হয়েছেন। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও জলপাইগুড়িতে সংক্রমিতের সংখ্যা যথাক্রমে ২০৫, ২২০ ও ৩৩০।
শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ৩৭ জনের। কলকাতা ও হাওড়ায় ৭ জন করে মারা গিয়েছেন। ৬ জনের মৃত্যু হয়েছে উত্তর ২৪ পরগনায়। দক্ষিণ ২৪ পরগনায় মৃত ৩। পূর্ব বর্ধমান ও বীরভূমে মৃত্যু হয়েছে ২ ও ৩ জনের। উত্তরবঙ্গে জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুরে ১ জন করে মারা গিয়েছেন।
রাজ্যে ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২০ হাজার ৩১৩ জন। সক্রিয় আক্রান্ত ১ লক্ষ ২৩ হাজার ৬৫৭।