Advertisement

Duare Ration : হাইকোর্টে স্বস্তি রাজ্যের, আজ থেকেই 'দুয়ারে রেশন'

'দুয়ারে রেশন' নিয়ে হাইকোর্টে স্বস্তি রাজ্য সরকারের। বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেওয়ার প্রকল্পের অনুমতি দিল রাজ্যের সর্বোচ্চ আদালত। বেশ কয়েকজন ডিলার রাজ্যের এই প্রকল্পের বিরোধিতা করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। সেই মামলার শুনানি ছিল বুধবার।

দুয়ারে রেশন
অরিন্দম ভট্টাচার্য
  • কলকাতা,
  • 15 Sep 2021,
  • अपडेटेड 12:28 PM IST
  • 'দুয়ারে রেশন' নিয়ে হাইকোর্টে স্বস্তি রাজ্য সরকারের
  • বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেওয়ার প্রকল্পের অনুমতি দিল রাজ্যের সর্বোচ্চ আদালত
  • আজ থেকেই শুরু 'দুয়ারে রেশন'

'দুয়ারে রেশন' নিয়ে হাইকোর্টে স্বস্তি রাজ্য সরকারের। বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেওয়ার প্রকল্পের অনুমতি দিল রাজ্যের সর্বোচ্চ আদালত। বেশ কয়েকজন ডিলার রাজ্যের এই প্রকল্পের বিরোধিতা করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। সেই মামলার শুনানি ছিল বুধবার। 

আরও পড়ুন : এক ডোজেই কাজ, দেশে ট্রায়ালের অনুমতি পেল Sputnik Light

শুনানিতে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ জানিয়ে দেয়, এই প্রকল্প বন্ধ রাখার যে দাবি ডিলাররা করেছে, সেই আবেদন খারিজ করা হচ্ছে। অর্থাৎ এই প্রকল্প চালুতে আর কোনও বাধা রইল না। রাজ্য সরকারের ঘোষিত সূচি অনুযায়ী, বুধবার থেকেই শুরু হচ্ছে এই পাইলট প্রোজেক্ট।   

কেন হাইকোর্টের কাছে এই প্রকল্প বন্ধ করার আবেদন জানিয়েছিলেন ডিলাররা? তাঁদের দাবি ছিল, এই প্রকল্প চালু করার মতো পরিকাঠামো নেই রাজ্য সরকারের। সেই কারণে তা বন্ধ রাখা দরকার। 

'দুয়ারে সরকার' নিয়ে রাজ্য সরকার ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করেছে। সেখানে তারা জানিয়েছে, ১৫ শতাংশ রেশন ডিলারকে এই প্রোজেক্টে আনা হয়েছে। পরীক্ষামূলকভাবে তা শুরু হবে। 

এই প্রকল্পের জন্য প্রতি কুইন্টালে ৫০ টাকা কমিশন বাড়ানো হয়েছে রেশন ডিলারদের। বায়োমেট্রিক করতে হলে মিলবে আরও ২৫ টাকা বেশি। 

আরও পড়ুন : ১৭ জন নাতি-নাতনির ঠাকুমার বিয়ে ২৪-এর বয়ফ্রেন্ডকে! সেক্স লাইফ নিয়ে বললেন...

খাদ্য দফতর সূত্রে খবর, ধাপে ধাপে রেশন ডিলারদের সংখ্যা বাড়ানো হবে। এই নিয়ে জেলাগুলোতে গাইডলাইন পাঠিয়েছে খাদ্য দফতর। প্রকল্পকে কীভাবে বাস্তবায়িত করতে হবে, কীভাবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া সম্ভব, ইত্যাদি নিয়ে ব্লুপ্রিন্ট তৈরির নির্দেশও দিয়েছে সরকার। 

রাজ্য সরকার আগেই বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, উপভোক্তাদের প্রাপ্য পরিমাণ অনুযায়ী তাঁদের ই-‌পস যন্ত্রের মাধ্যমে বায়োমেট্রিক হওয়ার পরই রেশনের খাদ্যদ্রব্য বিতরণ করতে হবে। গ্রাহকদের সমস্ত খাদ্যশস্য একবারই দিতে হবে। পরিবারের যে কোনও একজন সদস্যের বায়োমেট্রিক হলেই পরিবারের সকল সদস্য বাড়িতে তাঁদের খাদ্যশস্য পাবেন।

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement