আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফোরামকে নিশানা ডাক্তারদের নয়া সংগঠন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স অ্যাসোসিয়েশনের। মুখ্যসচিব মনোজ পন্থের কাছে ৮ দফা দাবিতে চিঠি লেখা হয়েছে ওই সংগঠনের তরফে। সেই চিঠিতে নিশানা করা হয়েছে আন্দোলনকারীদের সংগঠনকে। রবিবার রাতে করা এই ইমেলের কপি পাঠানো হয়েছে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে।
- ইমেলের মাধ্যমে মোট আট দফা দাবি জানানো হয়েছে মুখ্যসচিবের কাছে। তারমধ্যে প্রথমেই আছে নির্যাতিতার ন্যায় বিচার। যে বা যারা এই চক্রান্তের সঙ্গে যুক্ত তাদের আইন অনুযায়ী মৃত্যুদণ্ড দেওয়ার দাবি করা হয়েছে। এছাড়াও যে সব দাবি করা হয়েছে সেগুলো হল-
- পশ্চিমবঙ্গের বিভিন্ন মেডিকেল কলেজে যে সব অপরাধমূলক ঘটনা ঘটেছে সেগুলোর তদন্ত হওয়া দরকার। দোষীদের শাস্তির দাবিও তোলা হয়েছে। রামপুরহাট কলেজের ছাত্রীর সঙ্গে যে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে তারও উল্লেখ করা হয়েছে ইমেলে।
- স্বাস্থ্যক্ষেত্রে সবার নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে মেডিকেল কলেজ পর্যন্ত সবার নিরাপত্তা প্রয়োজন। সরকারকে সে জন্য উপযুক্ত পদক্ষেপ করতে হবে।
- ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফোরামের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগও তোলা হয়েছে। আর্থিক দুর্নীতির যে অভিযোগ উঠেছে তার যথাযথ তদন্তের দাবি তোলা হয়েছে।
- ইমেলে অভিযোগ, রাজ্যের মেডিকেল কলেজে সম্প্রতি একতরফা ভাবে শাস্তি দেওয়া হচ্ছে। তা আটকাতে হবে। যারা পক্ষপাতমূলক আচরণ করছে তাদের শাস্তি দিতে হবে।
- টাস্ক ফোর্সে যেভাবে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফোরামের সদস্যদের রাখা হচ্ছে সেভাবেই অ্যাসোসিয়েশনের সদস্যদেরও রাখতে হবে।
- আরজি কর হাসপাতালে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন ফ্রন্টের মতো নিজেদের জন্যও একটি ঘর বরাদ্দ করার আবেদন করা হয়েছে।
- সরকারি কর্মকর্তাদের নিয়োগের ক্ষেত্রে সিনিয়রিটি শুধুমাত্র প্রায়োরিটি পাবে না, সেখানে প্রার্থীর যোগ্যতা ও জ্ঞান যেন বিবেচনা করা হয়।
প্রসঙ্গত, উপরের যে আট দফা দাবি করা হয়েছে তার মধ্যে একাধিক দাবি আগেও জানিয়েছিল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফোরাম। সেদিক থেকে দেখলে বেশ কয়েকটি দাবির সাযুজ্য রয়েছে।
উল্লেখ্য শনিবার দুপুরে কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করে ওয়েস্ট বেঙ্গল জুনিয়ার ডক্টরস অ্যাসোসিয়েশন নামে এক নবগঠিত সংগঠন। পথ চলা শুরু করেই তাদের তরফে ওয়েস্ট বেঙ্গল জুনিয়ার ডক্টরস ফোরামের বিরুদ্ধে অভিযোগ করা হয়। আন্দোলনপর্বে ৪.৭৫ কোটি টাকা তুলেছেন অনিকেতরা। এমন দাবি করা হয় নতুন সংগঠনের তরফে।