অক্টোবর শেষ হতে চলল, বঙ্গে এখন ভরা হেমন্তের শিরশিরানি। দুপুর হলেই কড়া মিঠে রোদ। রাতের দিকে ঠান্ডা অনুভূত হচ্ছে। আবহাওয়া দফতর জানাচ্ছে, নভেম্বর মাসের প্রথম সপ্তাহে আবহাওয়ার বড়সড় বদল দেখা যাবে। উত্তর অসমে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। সঙ্গে পশ্চিমী ঝঞ্ঝাও সক্রিয় হচ্ছে। কোনও কোনও জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর জেরে। তবে ভাল খবর, এই মুহূর্তে ভারী দুর্যোগের সম্ভাবনা নেই। বৃহস্পিতবার কালীপুজো, আর তার ২দিন পর ভাইফোঁটা। বাঙালির এই ২ উৎসবের দিন কেমন থাকবে কলকাতা-সহ রাজ্যের সমস্ত জেলার আবহাওয়া, চলুন জেনে নেওয়া যাক সেই আপডেট।
কালীপুজোতে জেলায় জেলায় আবহাওয়া
হাওয়া অফিস বলছে বৃহস্পতিবার হালকা বৃষ্টি হতে পারে বিভিন্ন জেলায়। হাওয়া অফিসও জানিয়ে দিয়েছে, আপাতত রাজ্যের কোনও জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বিক্ষিপ্ত ভাবে দু’-এক পশলা হালকা বৃষ্টি হতে পারে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, বৃহস্পতিবার, অর্থাৎ কালীপুজোর দিন কলকাতা-সহ দক্ষিণের বেশ কিছু জেলাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টি হতে পারে। শুক্রবার দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার পর থেকে আগামী সোমবার পর্যন্ত দক্ষিণের জেলাগুলিতে আর বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলাতে কালী পুজোয় বৃষ্টি হতে পারে।
ভাইফোঁটাতে মেঘমুক্ত পরিষ্কার আকাশ
খুশির খবর, কালীপুজো ও দীপাবলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভাইফোঁটাতে মেঘমুক্ত পরিষ্কার আকাশই থাকবে। কালীপুজোয় কলকাতায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকলেও ভাইফোঁটায় ভাল আবহাওয়া থাকবে।
চলতি সপ্তাহের উইক-এন্ড থেকেই বদলাবে আবহাওয়া
হাওয়া অফিস বলছে, নভেম্বরের শুরুতে এরকম আবহাওয়াই থাকবে। অল্প অল্প করে নামতে পারে পারদ। সেই সঙ্গে বাতাসে আর্দ্রতা কমে শুষ্কতা আসবে। আগামী সপ্তাহ থেকেই দক্ষিণবঙ্গে কমবে তাপমাত্রা।