Advertisement

Kolkata Rain Update: '২১ জুলাই বৃষ্টি TMC-র জন্য শুভ,' দাবি করেন মমতা, দু'তিন ঘণ্টায় কী পূর্বাভাস?

সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা। শুক্রবার দিনভরই এমন আবহাওয়া থাকবে। তারই মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। দু-তিন ঘণ্টার মধ্যে ঝেঁপে বৃষ্টি নামতে পারে কলকাতা, হাওড়া, হুগলী, ও দুই ২৪ পরগণায়। তবে জলীয় বাষ্পের কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবেই। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। 

গতবছর ২১ জুলাইয়ের সভাস্থল। ফাইল ছবি।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 21 Jul 2023,
  • अपडेटेड 12:27 PM IST
  • সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা।
  • শুক্রবার দিনভরই এমন আবহাওয়া থাকবে। তারই মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর।

সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা। শুক্রবার দিনভরই এমন আবহাওয়া থাকবে। তারই মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। দু-তিন ঘণ্টার মধ্যে ঝেঁপে বৃষ্টি নামতে পারে কলকাতা, হাওড়া, হুগলী, ও দুই ২৪ পরগণায়। তবে জলীয় বাষ্পের কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবেই। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। 

এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৮ থেকে ৮৮ শতাংশ। তৃণমূলের শহিদ দিবস উদযাপন চলছে ধর্মতলায়। ফি বছর ২১ জুলাই বৃষ্টি হয় বেলা গড়ালেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেন, এই বৃষ্টি তাঁর কাছে ঈশ্বরের আশীর্বাদের রূপ। গতবারও বৃষ্টি ভিজে শহিদ দিবসের মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য রেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতার বক্তব্যের সময় যদিও বৃষ্টি অনেকটাই কমে যায়। এদিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাঁকুড়া, বর্ধমান, দার্জিলিং ও উত্তর দিনাজপুরেও। 

এই মুহূর্তে দুই বঙ্গেই বৃষ্টিরপাতের ঘাটতি রয়েছে। যা আগামী কয়েকদিনে মিটবে না। তাপমাত্রারও বিশেষ কিছু পরিবর্তন হবে না। কলকাতা বা তার পার্শ্ববর্তী অঞ্চলে আংশিক মেঘলা আকাশ থাকবে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে, বিশেষ করে সকালের দিকে আদ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে বেশি। উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। ২৩ জুলাই তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে।

অন্যদিকে, একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে। দক্ষিণ ওড়িশা এবং উত্তর অন্ধ্রপ্রদেশের কাছে রয়েছে সেটা। তবে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের উপর এর খুব একটা প্রভাব পড়বে না।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement