Advertisement

West Bengal Monsoon : প্রবেশ করছে বর্ষা, জুন মাসে বাংলায় কোন জেলায় কেমন বৃষ্টি

জুন মাসজুড়ে বর্ষার প্রভাবে কোন জেলায় কেমন বৃষ্টি হবে, তারও পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। তাদের পূর্বাভাস, বর্ষা তুলনামূলকভাবে অন্যবারের থেকে বেশি হবে।

File Photo
Aajtak Bangla
  • কলকাতা,
  • 28 May 2024,
  • अपडेटेड 6:28 PM IST
  • জুন মাসজুড়ে বর্ষার প্রভাবে কোন জেলায় কেমন বৃষ্টি হবে
  • তারও পূর্বাভাস জারি করল হাওয়া অফিস

কেরলে বর্ষা প্রবেশ করছে ১ জুন। জানাল আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের পূর্বাভাস, কেরলে বর্ষা করবে আগামী ৩ থেকে ৪ দিনের মধ্যে। তারপরই বাংলায় বর্ষা প্রবেশ করবে। আলিপুর আবহাওযা দফতরের পূর্বভাস, কেরলে বর্ষা প্রবেশের পরই জানা যাবে, বাংলায় কবে বর্ষণ শুরু হবে। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ১০ জুন নাগাদ বাংলায় বর্ষা প্রবেশ করতে পারে। 

আবহাওয়াবিদদের একাংশের মতে, আগামী ১০ জুন পশ্চিমবঙ্গে বর্ষা ঢোকার কথা। তবে বর্ষার অগ্রগতি অনেকটাই নির্ভর করে জুন মাসের আবহাওয়ার পরিস্থিতির উপর৷ ফলে কেরলে সময়ের আগে বর্ষার আগমন ঘটলেও, পশ্চিমবঙ্গে সময়ে ঢুকবে কিনা, তা নিশ্চিত ভাবে বলা সম্ভব নয়।

যদিও আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, জুন মাসজুড়ে বর্ষার প্রভাবে কোন জেলায় কেমন বৃষ্টি হবে, তারও পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। তাদের পূর্বাভাস, বর্ষা তুলনামূলকভাবে অন্যবারের থেকে বেশি হবে। 

কলকাতার হাওয়া অফিস জানিয়েছে, উত্তর-পূর্ব ভারতে বর্ষার বৃষ্টি অন্যবারের তুলনায় সামান্য কম হবে। তবে মধ্য ভারতে বৃষ্টি যেমন হয়, তেমনই হবে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দক্ষিণবঙ্গে বর্ষা অন্যবারের তুলনায় কম হবে।  সেই জেলাগুলির মধ্যে রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, দুই ২৪ পরগনা, হাওড়া ও হুগলি। 

তবে দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতে বৃষ্টি হবে সাধারণ। দক্ষিণ দিনাজপুরেও বর্ষা হবে প্রায় একই রকম। উত্তরবঙ্গের উপরের জেলাগুলিতে বৃষ্টির পরিমান বাড়তে পারে। 

আলিপুর আবহাওয়া দফতর আরও জানিয়েছে, শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হয়েছে রিমাল। ঘূর্ণিঝড় রিমালের প্রভাব এখন উত্তরবঙ্গে নেই। তবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা। রিমালের টানে অনেকটা এগিয়ে এসেছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়। আগামী ৪ দিনের মধ্যে ভারতের মূল ভূখণ্ড কেরলে পৌঁছে যাবে মৌসুমী বায়ু। দক্ষিণবঙ্গে আজ থেকেই বাড়বে তাপমাত্রা।
 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement