Advertisement

এসপ্ল্যানেড মেট্রো জংশনে জ্যাম বাড়বে না তো? চিঠি পরিবহণ দফতরের

বর্তমানে উত্তর-দক্ষিণ মেট্রো লাইনের একটি গুরুত্বপূর্ণ স্টেশন হল এসপ্ল্যানেড। আগামিদিনে ইস্ট-ওয়েস্ট মেট্রো লাইনের জন্য নতুন একটি এসপ্ল্যানেড মেট্রো স্টেশন তৈরি হওয়ার কথা রয়েছে। এছাড়া জোকা-বিবাদী বাগ মেট্রো প্রকল্পের একটি স্টেশনও তৈরি হবে এসপ্ল্যানেডে। আর এই ৩টি স্টেশনের কথা উল্লেখ করেই চিঠিতে যানজটের বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন পরিবহণ সচিব। 

এসপ্ল্যানেডে যানজটের আশঙ্কা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 Jun 2023,
  • अपडेटेड 1:35 PM IST
  • আগামিদিনে এসপ্ল্যানেডে ৩ মেট্রো স্টেশন
  • বাড়তে পারে যানজট
  • মেট্রোর জিএম-কে চিঠি পরিবহণ সচিবের

কলকাতার সঙ্গে শহরতলির যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করতে একের পর এক সম্প্রসারণের কাজ চালিয়ে যাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। যার ফলস্বরূপ আগামিদিনে এসপ্ল্যানেড অঞ্চলে সহাবস্থান হতে পারে ৩টি মেট্রো স্টেশনের। যার ফলে বাড়তে পারে যানজট। আর তাই এসপ্ল্যানেডের মতো শহরের গুরুত্বপূর্ণ অঞ্চলকে যানজটমুক্ত রাখতে মেট্রোরেলকে চিঠি দিল রাজ্য পরিবহণ দফতর। সোমবার মেট্রোর জেনারেল ম্যানেজার পি উদয়কুমারকে এই সংক্রান্ত এক চিঠি দিয়েছেন পরিবহণ সচিব সৌমিত্র মোহন। সূত্রের খবর, ৩টি স্টেশনে একসঙ্গে পরিষেবা চালু হলে এসপ্ল্যানেড এলাকায় কী কী সমস্যা হতে পারে, সেই বিষয়ে চিঠিতে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়েছে। 

বর্তমানে উত্তর-দক্ষিণ মেট্রো লাইনের একটি গুরুত্বপূর্ণ স্টেশন হল এসপ্ল্যানেড। আগামিদিনে ইস্ট-ওয়েস্ট মেট্রো লাইনের জন্য নতুন একটি এসপ্ল্যানেড মেট্রো স্টেশন তৈরি হওয়ার কথা রয়েছে। এছাড়া জোকা-বিবাদী বাগ মেট্রো প্রকল্পের একটি স্টেশনও তৈরি হবে এসপ্ল্যানেডে। আর এই ৩টি স্টেশনের কথা উল্লেখ করেই চিঠিতে যানজটের বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন পরিবহণ সচিব। 

উল্লেখ্য, ব্রিটিশ আমল থেকেই বিশে গুরুত্বপূর্ণ কলকাতার এই এসপ্ল্যানেড অঞ্চল। একদিকে যেমন এসপ্ল্যানেড শহরের গুরুত্বপূর্ণ বাণিজ্যস্থল, তেমই এই অঞ্চলের কাছেই রয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল, ইডেন গার্ডেন্স, গ্র্যান্ড হোটেল, শহিদ মিনার, ফোর্ট উইলিয়ামের মতো দ্রষ্টব্য স্থান। এছাড়াও এসপ্ল্যানেড থেকে কিছুটা দূরেই হাওড়া ও শিয়ালদা স্টেশন। এখান থেকেই ছাড়ে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে যাওয়ার বিভিন্ন বাসও। ফলে সারা বছরই এখানে বহু মানুষের জমায়েত লেগেই থাকে। আর তার সঙ্গে যদি আগামিদিনে আরও ২টি মেট্রো স্টেশন যুক্ত হয়, তাহলে ভিড়ের পরিমান আরও বাড়বে, তৈরি হতে পারে ব্যাপক যানজটও। আর সেই যানজটের মাঝে পড়ে যাতে ওই অঞ্চলের বাণিজ্যিক দিক ও ঐতিহ্য কোনওভাবেই ক্ষতিগ্রস্ত না হয়, সেই দিকে নজর দেওয়ার অনুরোধ জানানো হয়েছে চিঠিতে। এক্ষেত্রে মেট্রোর তরফে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে বলেও আশাপ্রকাশ করেছেন পরিবহণ সচিব।

Advertisement

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement