আজ, বুধবার বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতায়। গত শুক্রবারই দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু দক্ষিণবঙ্গ থেকে বিদায় নিয়েছে। পুজোয় আপাতত ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই রাজ্যের অধিকাংশ জায়গায়। দক্ষিণবঙ্গের কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। যদিও আগামীকাল পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ বাঁকুড়া, পুরুলিয়া , পশ্চিম বর্ধমানে ক্ষীণ বৃষ্টি হতে পারে৷ তবে সেই সম্ভাবনা খুব কম।
পুজোর সময় যে বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া অফিস। আকাশে মেঘ জমলেও বৃষ্টি হবে না বলেই পূর্বাভাস। তৃতীয়া থেকে ষষ্ঠী পর্যন্ত শুষ্ক থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া। যদিও নবমী ও দশমীর দিন হালকা বৃষ্টি হতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়।
অক্টোবরের মাঝামাঝি সময়ে এখনও গরম অনুভূত হচ্ছে যদিও, তবে তীব্রতা কম। বুধবার মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে মুর্শিদাবাদ জেলায়। সেই সঙ্গে গরমও অনুভূত হবে ভালই। আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন জেলার তাপমাত্রা ৩০ ডিগ্রির উপরেই থাকবে। ভোরের দিকে ধোঁয়াশার প্রকোপ থাকতে পারে।
আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার দক্ষিণবঙ্গের কিছু জেলায় আকাশ আংশিক মেঘলা থাকবে। তাপমাত্রা বেশ খানিকটা বাড়বে। থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তিও। সকালে বা বিকেলে বৃষ্টির সম্ভাবনা নেই।
হাওয়া অফিস জানাচ্ছে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন আন্দামান সাগরে থাকা ঘূর্ণাবর্ত ২০ অক্টোবর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। যার জেরে নবমী এবং দশমীতে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় হালকা বৃষ্টি হতে পারে। তবে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই।