দীর্ঘ প্রতীক্ষার অবসান। শুক্রবার থেকে রাজ্যে জাঁকিয়ে পড়তে চলেছে ঠান্ডা। এমনটাই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। সেই সময়ে কলকাতার আবহাওয়া নামতে পারে ১৫ ডিগ্রিতে। অন্যদিকে জেলাগুলির তাপমাত্রা নামতে পারে ১০ ডিগ্রির নিচে।
কী বলছে আবহাওয়া দফতর
ডিসেম্বরের তৃতীয় সপ্তাহের শুরুতেই রাজ্যে কার্যত দেখা মেলেনি শীতের। ভোরের দিকে হাল্কা ঠান্ডা থাকলেও বেলা গড়াতেই সেই ঠান্ডার আমেজ উধাও হয়ে যাচ্ছে। নভেম্বরের শেষ সপ্তাহ থেকেই আবহাওয়ার এই লুকোচুরি খেলা দেখছে বঙ্গবাসী। কিন্তু অবশেষে এই রাজ্য কনকনে ঠান্ডার আভাস দিল হাওয়া অফিস। এদিন সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া এখন শুষ্কই থাকবে। হাওয়া অফিস জানিয়েছে, ১৮ তারিখ অর্থাৎ শুক্রবার থেকে পারদ নামতে থাকবে। সেই সময়ে বেশ জাঁকিয়ে ঠান্ডা পড়বে দক্ষিণবঙ্গে। টানা ৫ দিন ধরে এমনটা চলবে। ফলে শীতের লম্বা ইনিংস হয়তো এখনও দেখা যাবে না।
আরও পড়ুন, শুক্রবার থেকেই জাঁকিয়ে ঠান্ডা রাজ্য়ে, টানা থাকবে ৫ দিন
এতোদিন দেখা নেই শীতের
পশ্চিমী ঝঞ্জা ও বঙ্গোপসাগরের উপর একের পর এক ঘূর্ণাবর্তের জেরে রাজ্যের শীত প্রবেশে বাধা হয়ে গিয়েছিল। তার উপর রাজ্যে হাজির হয়েছিল কুয়াশার দাপট। ডিসেম্বরেরর মাঝমাঝি সময়ে এসেছে রাজ্যে কার্যত অধরা ছিল শীত। হাওয়া অফিস জানিয়েছে, শুক্রবারের পরের থেকে জেলাগুলিতেও তাপমাত্রা বেশ নামতে থাকবে। কলকাতায় যা তাপমাত্রা থাকবে, কয়েকটি জেলায় তার থেকে ৪ ডিগ্রি তাপমাত্রা নামতে পারে। এর মধ্যে বিশেষ করে পশ্চিমের জেলা পুরুলিয়া,ঝাড়গ্রাম, বীরভূমে তাপমাত্রা অনেকটাই নেমে যাবে। তা ১০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছতে পারে বলে মনে করা হচ্ছে।
বঙ্গে কনকনে ঠান্ডা এখনও ধরাছোঁয়ার বাইরে হলেও মরসুমের শীতলতম দিনের সাক্ষী রইল দিল্লি। দেশের রাজধানীর তাপমাত্রা নেমে হয়েছে ৪.১ ডিগ্রি সেলসিয়াস। ফলে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে এসেই একেবারে কনকনে ঠান্ডার আমেজ দিল্লি জুড়ে। সেই সঙ্গে সেখানে রয়েছে শৈত্যপ্রবাহ। আগামী কয়েকদিন রাজধানী-সহ উত্তরভারত জুড়ে এমনটা চলতে থাকবে বলে জানা গিয়েছে।