Advertisement

November Last Week Weather Update: নভেম্বরের শেষ সপ্তাহেই রাজ্যে কনকনে শীত? বড় আপডেট হাওয়া অফিসের

রাজ্যজুড়ে মনোরম আবহাওয়া। জেলায় জেলায় সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা। বেলা বাড়লে আকাশ পরিষ্কার। উত্তুরে হাওয়া ঢোকায় এখনও কোনও বাধা নেই। তাপমাত্রার পারদ আরও নেমে যাওয়াটা সময়ের অপেক্ষা মাত্র। উত্তরে দেখা মিলছে পরিষ্কার কাঞ্চনজঙ্ঘার। তবে এরই মধ্যে বঙ্গোপসাগরে রয়েছে নিম্নচাপের ভ্রুকুটি। এর প্রভাবে কি আটকে যাবে বাংলার শীত? চলুন জেনে নেওয়া যাক নভেম্বর মাসের শেষ সপ্তাহে কেমন থাকতে চলেছে বাংলার বিভিন্ন জেলার আবহাওয়া।

আপনার জেলার আবহাওয়া কেমন?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 24 Nov 2024,
  • अपडेटेड 7:51 AM IST

রাজ্যজুড়ে মনোরম আবহাওয়া।  জেলায় জেলায় সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা। বেলা বাড়লে আকাশ পরিষ্কার। উত্তুরে হাওয়া ঢোকায় এখনও কোনও বাধা নেই। তাপমাত্রার পারদ আরও নেমে যাওয়াটা সময়ের অপেক্ষা মাত্র।  উত্তরে দেখা মিলছে পরিষ্কার কাঞ্চনজঙ্ঘার। তবে  এরই মধ্যে বঙ্গোপসাগরে রয়েছে নিম্নচাপের ভ্রুকুটি। এর প্রভাবে কি আটকে যাবে বাংলার শীত? চলুন জেনে নেওয়া যাক নভেম্বর মাসের শেষ সপ্তাহে কেমন থাকতে চলেছে বাংলার বিভিন্ন জেলার আবহাওয়া।

নতুন সপ্তাহে বাংলার আবহাওয়া
সপ্তাহান্তে মনোরম পরিবেশ গোটা রাজ্যে। তবে শীতের  আমেজের জন্য বহুদিন ধরে অপেক্ষা করা বাঙালির আশা ছিল, নভেম্বরের শেষে তাপমাত্রা একটু কমবে, কিন্তু সেই আশা এখনও বাস্তবে পরিণত হয়নি। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামছে না। এবারের শীতের শুরু যেন একটু দেরিতে হচ্ছে। হাওয়া অফিস বলছে, যেমন চলছে তেমনই চলবে। আগামী কয়েকদিন বাংলায় তাপমাত্রার বড়সড় হেরফের হবে না।  আকাশে মেঘের দেখা সেই অর্থে নেই। বৃষ্টিও হবে না। আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে। কলকাতা-সহ আশপাশের এলাকায় সকালের দিকে হালকা কুয়াশা দেখা গেলে দিনের বাদ বাকি সময় পরিষ্কারই থাকবে আকাশ। 

দক্ষিণবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শীতের আমেজ সর্বত্র। আগামী কয়েকদিন সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। তবে নতুন করে তাপমাত্রা আগামী তিন-চার দিনের মধ্যে নামার সম্ভাবনা বেশ কম। রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলি অর্থাৎ ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমানের ঠান্ডার কামড় থাকবে বেশি। নতুন সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত এরকমই আবহাওয়া থাকবে।‌ কুয়াশা বেশি থাকার সম্ভাবনা সকালের দিকে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতে। পূর্ব-পশ্চিম বর্ধমান, হুগলি এবং উত্তর ২৪ পরগনা জেলার কিছু অংশে। কুয়াশা থাকার সম্ভাবনা পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর জেলাতে।

Advertisement

উত্তরবঙ্গের আবহাওয়া
 উত্তরবঙ্গে সকালের দিকে কুয়াশার হালকা চাদর থাকবে দার্জিলিং এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে। বেলা বাড়লে পরিষ্কার আকাশের সম্ভাবনা। ঘন কুয়াশার সম্ভাবনা উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলার কিছু অংশে। রবিবার সকালে হালকা মাঝারি কুয়াশার সম্ভাবনা দার্জিলিং, উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলার কিছু অংশে। ইতিমধ্যেই গত ২১ নভেম্বর মরশুমের প্রথম তুষারপাত দেখেছে দার্জিলিং। সান্দাকফুতে  বরফ পড়েছে গত পরশুদিন।

কলকাতার আপডেট
শহর কলকাতায় ১৮ ডিগ্রির ঘরেই রয়েছে রাতের তাপমাত্রা। আগামী ৭২ ঘণ্টা খুব একটা তাপমাত্রা হেরফের হওয়ার সম্ভাবনা কম। নতুন করে তাপমাত্রা খুব বেশি নামার সম্ভাবনাও নেই। সকালের দিকে হালকা কুয়াশা ও ধোঁয়াশা থাকবে। বেলা বাড়লে পরিস্কার আকাশ। মনোরম আবহাওয়া থাকবে। সকাল ও রাতে হালকা শীতের আমেজ। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।  আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে  ০.৭ ডিগ্রি কম।

বঙ্গোপসাগরে নিম্নচাপ
যদিও ইতিমধ্যেই আবার বঙ্গোপসাগরে ঘোঁট পাকাচ্ছে নিম্নচাপ। শনিবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। নিম্নচাপটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা বলে জানাচ্ছেন হাওয়া অফিসের কর্তারা। সোমবার শক্তি আরও বেশ কিছুটা বেড়ে যেতে পারে। এগিয়ে যেতে পারে শ্রীলঙ্কা-তামিলনাড়ু উপকূলের দিকে। তবে এর সরাসরি কোনও প্রভাব বাংলায় পড়ছে না। 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement