Advertisement

West Bengal Weather Update: নতুন বছরে ৫ জেলায় বৃষ্টি, পাহাড়ে তুষারপাত, আবহাওয়ার আপডেট

নতুন বছরে শুরুতেই তাল কাটতে পারে শীতের। কারণ ফের বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। শীত কমে গেলে বছর শুরুর আনন্দে কিছুটা খামতি পড়তে পারে বলেও মনে করছেন আমজনতা।

শীতের সকালে স্কুলের শিশুরা।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 31 Dec 2023,
  • अपडेटेड 5:52 PM IST
  • নতুন বছরে শুরুতেই তাল কাটতে পারে শীতের।
  • কারণ ফের বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর।

নতুন বছরে শুরুতেই তাল কাটতে পারে শীতের। কারণ ফের বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। শীত কমে গেলে বছর শুরুর আনন্দে কিছুটা খামতি পড়তে পারে বলেও মনে করছেন আমজনতা। শুরুতে আশা জাগালেও ডিসেম্বরের শেষেও হাড়কাঁপানো শীতের দেখা মেলেনি দক্ষিণবঙ্গে। খুব সকালে হালকা কুয়াশার দেখা মিললেও দিনের বেলায় সোয়েটারের দরকার পড়ছে না।  

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বছরের শুরুতেও পারদ নামার তেমন সম্ভাবনা নেই। বাংলাদেশ সংলগ্ন উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের বায়ুমণ্ডলের উপরিভাগে একটা ঘূর্ণাবর্ত রয়েছে। এ ছাড়া পূবালি বাতাসের জন্য জলীয়বাষ্প নিয়ে বাতাস ঢুকবে রাজ্যে। তার কারণে ওই মেঘ তৈরি হবে। মেঘলা হয়ে যাবে আকাশ। ফলে শীত কমবে। 

পূর্বাভাস অনুযায়ী, ৪ জানুয়ারি, বৃহস্পতিবার পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী কয়েক দিন বীরভূম, মুর্শিদাবাদ-সহ একাধিক জেলা কুয়াশায় ঢাকা থাকতে পারে। উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, পর্যটকদের জন্য সুখবর রয়েছে। সোমবার থেকে বৃহস্পতিবার দার্জিলিঙে হতে পারে তুষারপাত।

আজ, রবিবার, বছরের শেষ দিনে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। শনিবারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস। তা-ও স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি। আপাতত বড় কোনও পরিবর্তন নেই। 

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement