Advertisement

Weather Bengal : বাড়বে শীত শীত-ভাব, হবে বৃষ্টিও; রাজ্যে আবহাওয়ার বড় আপডেট

আবহাওয়া নিয়ে বড় আপডেট। কমবে তাপমাত্রা। একইসঙ্গে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। জানাল আলিপুর আবহাওয়া দফতর। তাদের তরফে জানানো হয়েছে, আগামী দুদিন দক্ষিণবঙ্গে প্রধানত শুষ্ক আবহাওয়া থাকবে এবং মাঝেমধ্যে আংশিক মেঘলা আকাশ দেখা যাবে।

আবহাওয়া
Aajtak Bangla
  • কলকাতা,
  • 01 Nov 2023,
  • अपडेटेड 6:53 PM IST
  • আবহাওয়া নিয়ে বড় আপডেট
  • কমবে তাপমাত্রা, বাড়বে বৃষ্টিও

আবহাওয়া নিয়ে বড় আপডেট। কমবে তাপমাত্রা। একইসঙ্গে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। জানাল আলিপুর আবহাওয়া দফতর। তাদের তরফে জানানো হয়েছে, আগামী দুদিন দক্ষিণবঙ্গে প্রধানত শুষ্ক আবহাওয়া থাকবে এবং মাঝেমধ্যে আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। 

৩ নভেম্বর থেকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার কিছুটা প্রভাব রয়েছে। ফলে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। বঙ্গোপসাগর দিয়ে জলীয় বাষ্পের প্রবেশ আমাদের রাজ্যে তারপরে দক্ষিণবঙ্গে দু এক জায়গায় বৃহস্পতিবার থেকে থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে  চার তারিখে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে সমুদ্র উপকূল অবস্থিত জেলাগুলিতে। তালিকাতে রয়েছে,  ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, চব্বিশ পরগনা।

আলিপুর আবহাওয়া দফতর আরও জানিয়েছে, এই জেলাগুলোতে তাপমাত্রায় খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন থাকবে না আগামী ৪/৫ দিনে। উত্তরবঙ্গের ক্ষেত্রে প্রধানত শুষ্ক আবহাওয়া থাকবে। সব জেলাগুলিতে ৩ বা ৪ তারিখ নাগাদ দার্জিলিং এবং কালিম্পং দু এক জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। 

এ ছাড়াও অন্য জেলাগুলোতে আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। শুষ্কতা বেড়ে যাওয়ার জন্য উত্তরবঙ্গে আগামী চার থেকে পাঁচ দিন তাপমাত্রার কোনও উল্লেখযোগ্য পরিবর্তন হবে না। কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী দু দিন শুষ্ক আবহাওয়া থাকবে। 

তিন তারিখে কিছুটা সম্ভাবনা রয়েছে হালকা ধরনের বৃষ্টিপাতের। সবথেকে বেশি তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রির কাছাকাছি। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৪ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এই মুহূর্তে রাতের তাপমাত্রা স্বাভাবিক থেকে এক দুই ডিগ্রি উপরে চলছে। সাত তারিখে পর থেকে রাতের তাপমাত্রায় পরিবর্তন হবে। তখন তাপমাত্রা কমতে শুরু করবে। 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement