Advertisement

Bengal Winter Weather Update: আজ থেকে বাড়বে শীতের কামড়, সপ্তাহান্তে কনকনে ঠান্ডায় কাঁপুনি কলকাতায়, বড় আপডেট

আজ থেকে ফের শীত ফেরার অনুকূল পরিস্থিতি গোটা বাংলায়। ১১ থেকে টানা ১৮ ডিসেম্বর পর্যন্ত ধাপে ধাপে পারদ পতনের সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বিশেষ করে ১৫ ডিসেম্বরের পর জাঁকিয়ে শীতের অত্যন্ত উজ্জ্বল সম্ভবনা। আগামী কয়েকদিন কেমন থাকচে চলেছে বাংলার বিভিন্ন জেলার আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক সেই আপডেট।

দাপট বাড়বে উত্তুরে হাওয়ার
Aajtak Bangla
  • কলকাতা,
  • 11 Dec 2024,
  • अपडेटेड 7:45 AM IST

আজ থেকে ফের শীত ফেরার অনুকূল পরিস্থিতি গোটা বাংলায়। ১১ থেকে টানা ১৮ ডিসেম্বর পর্যন্ত ধাপে ধাপে পারদ পতনের সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বিশেষ করে  ১৫ ডিসেম্বরের পর জাঁকিয়ে শীতের অত্যন্ত উজ্জ্বল সম্ভবনা। আগামী কয়েকদিন কেমন থাকচে চলেছে বাংলার বিভিন্ন জেলার আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক সেই আপডেট।

 হু হু করে নামবে পারদ
হাওয়া অফিস বলছে আজ থেকেই শীত টের পাবে রাজ্যবাসী।  হু হু করে নামবে পারদ। আগামী সপ্তাহে আরও কমবে তাপমাত্রা। এবার জাঁকিয়ে পড়তে চলেছে শীত। বৃহস্পতিবার থেকে রাজ্যের রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। সপ্তাহান্তে কলকাতার তাপমাত্রা নামতে পারে ১৫ ডিগ্রি বা তারও নীচে। জমিয়ে ঠাণ্ডা পড়তে চলেছে উত্তরবঙ্গেও। সেখানকার সর্বনিম্ন তাপমাত্রা হতে চলেছে ১০ ডিগ্রি সেলসিয়াস। তবে জাঁকিয়ে শীত পড়তে চলেছে আগামী সপ্তাহ থেকেই। আগামী তিন-চারদিনে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।

পশ্চিমবঙ্গের ১১টি জেলায় ঘন কুয়াশা 
ঘন কুয়াশার জন্য কয়েকটি জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। আজ  থেকেই ঘন কুয়াশায় ঢাকবে আকাশ। উত্তরের জেলাগুলির মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুরে জমিয়ে পড়বে কুয়াশা। এর জেরে সকালে বেশ কিছুক্ষণ ট্রেন চলাচলে দেরি হতে পারে। কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গেও। বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমানেও কুয়াশায় ঘেরা থাকবে আকাশ।  পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং নদিয়ার একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়বে। ঘন কুয়াশার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শাদাবাদে। বৃহস্পতিবার সকালের দিকে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। তবে কোথাও সতর্কতা জারি করা হয়নি। কুয়াশার কারণে সকালের দিকে  দৃশ্যমানতা কমে ৫০ মিটার পর্যন্ত হতে পারে।

Advertisement

বৃষ্টির পূর্বাভাস নেই
আজ যেমন দক্ষিণবঙ্গের সব  জেলার আবহাওয়া শুষ্ক থাকছে। বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার এবং সোমবার দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টি হবে না। শুষ্ক থাকবে আবহাওয়া। উতত্রবঙ্গের ক্ষেত্রে  বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার এবং সোমবার সব জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। অর্থাৎ এই সপ্তাহের শেষে এবং নয়া সপ্তাহের শুরুতে উত্তরবঙ্গে বৃষ্টি হবে না। 

কলকাতার আবহাওয়া
হাওয়া অফিসের তরফে জানান হয়েছে, আগামী ৩ দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা নামতে পারে ৩-৪ ডিগ্রি।  সপ্তাহের শেষে কলকাতায় পারদ নামতে পারে ১৫ ডিগ্রিতে। ঘূর্ণাবর্ত সরে যাওয়ায় ধীরে ধীরে শীত পড়ার সম্ভাবনা। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ০.৪ ডিগ্রি কম।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement