Advertisement

Winter Update: এবার হাড় কাঁপানো শীতের শুরু, সপ্তাহান্তে কততে নামবে আপনার জেলার পারদ?

এবার জাঁকিয়ে শীত পড়তে চলেছে তা আগেই জানিয়েছিল হাওয়া অফিস। সেইমতো বুধবার কলকাতার পারদ নেমে গিয়েছিল ১৬ ডিগ্রিতে। আগামী দিনে তাপমাত্রা আরও কমবে বলেই পূর্বাভাস আবহাওয়া দফতরের। আলিপুর আবহাওয়া দফতর বলছে আজ থেকে শীতের কামড় আরও বাড়বে। কেমন থাকতে চলেছে প্রতিটি জেলার আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক আপডেট।

সপ্তাহান্তে আরও নামবে পারদ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 12 Dec 2024,
  • अपडेटेड 7:15 AM IST

এবার জাঁকিয়ে শীত পড়তে চলেছে তা আগেই জানিয়েছিল হাওয়া অফিস। সেইমতো বুধবার কলকাতার পারদ নেমে গিয়েছিল ১৬ ডিগ্রিতে। আগামী দিনে তাপমাত্রা আরও কমবে বলেই পূর্বাভাস আবহাওয়া দফতরের। আলিপুর আবহাওয়া দফতর বলছে আজ থেকে শীতের কামড় আরও বাড়বে। কেমন থাকতে চলেছে প্রতিটি জেলার আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক আপডেট।

আরও নামবে তাপমাত্রার পারদ
শীতের কামড় টের পেতে শুরু করেছেন রাজ্যের মানুষ।  বেশ জাঁকিয়ে ঠান্ডা পড়েছে। যার জেরে হুড়মুড়িয়ে নেমেছে তাপমাত্রার  পারদ। আগামী কয়েকদিনে আরও নামবে তাপমাত্রা। মূলত পরিষ্কার আকাশ, বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তারইমধ্যে জেলায়-জেলায় কুয়াশা পড়বে। ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে ছ'টি জেলায়। বৃহস্পতিবারে উ ত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি কমে যাবে। তারপর কয়েকদিন সেরকমই থাকবে প্রতিটি জেলার সর্বনিম্ন তাপমাত্রা।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। কোনও জেলায় বৃষ্টি হবে না। শুক্রবার, শনিবার, রবিবার, সোমবার এবং মঙ্গলবার শুষ্ক থাকবে প্রতিটি জেলার আবহাওয়া। দক্ষিণবঙ্গে আগামী এক সপ্তাহে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আপাতত শুষ্ক আবহাওয়াই বিরাজ করবে। এর মাঝে অবাধ উত্তুরে হাওয়ায় ধীরে ধীরে পারদ নামবে কলকাতা সহ বাকি জেলাগুলিতে।

উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গেও পরিস্থিতিরও কোনও পরিবর্তন হবে না। বৃহস্পতিবার উত্তরবঙ্গের সব জেলার  আবহাওয়া শুষ্ক থাকবে।  শুক্রবার, শনিবার, রবিবার, সোমবার এবং মঙ্গলবার উত্তরবঙ্গের কোনও জেলায় বৃষ্টি হবে না। দার্জিলিং সহ একাধিক জেলায় কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে বলে আভাস দিয়েছে হাওয়া অফিস। ঘন কুয়াশার দাপটে সড়কে যান চলাচল ও বিমান চলাচল ব্যাহত হওয়ার সম্ভাবনা। এদিকে, দৃশ্যমানতা দু-এক জায়গায় ৫০ মিটারে নেমে আসতে পারে। 

এই জেলাগুলিতে কুয়াশার দাপট
উত্তরবঙ্গের পাঁচ এবং দক্ষিণবঙ্গের তিন জেলায় ঘন কুয়াশার দাপট দেখা যাবে। পশ্চিমের জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা বেশি। বৃহস্পতিবার সকালের দিকে উত্তরবঙ্গের ছ'টি জেলার (দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর) একটি বা দুটি অংশে ঘন কুয়াশা পড়তে পারে। ওই ছ'টি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণ দিনাজপুর এবং মালদার একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়বে। ওই দুটি জেলায় কোনওরকম সতর্কতা জারি করা হয়নি। শুক্রবার সকালের দিকেও ঘন কুয়াশা পড়বে উত্তরবঙ্গে। সেদিন দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরের একটি বা দুটি অংশে ঘন কুয়াশা থাকবে। ওই চারটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দুটি জেলা- দক্ষিণ দিনাজপুর এবং মালদার একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। সেখানে জারি করা হয়নি সতর্কতা। দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে বৃহস্পতিবার সকালের দিকে উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়বে। শুক্রবার সকালের দিকে আবার পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদের একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। তবে এখানে উত্তরবঙ্গের মতো কোথাও সতর্কতা জারি করা হয়নি। 

Advertisement

কলকাতার পরিস্থিতি
আগামী কয়েকদিন কলকাতার আকাশ মূলত পরিষ্কার থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সকালের দিকে হালকা কুয়াশা পড়বে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রির আশপাশে থাকতে পারে। অর্থাৎ একধাক্কায় কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার পতন হবে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবারই মরসুমের শীতলতম দিন ছিল শহরে। এক ধাক্কায় ২ ডিগ্রি কমে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.২ ডিগ্রি সেলসিয়াসে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ২.৩ ডিগ্রি কম। অর্থাৎ বুধবারকেও ছাপিয়ে গেল বৃহস্পতিবার।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement