Advertisement

বেলগাছিয়া মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা তরুণীর, ব্যহত পরিষেবা

মেট্রো রেলের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা তরুণীর। এর জেরে বিপর্যস্ত হয় মেট্রো পরিষেবা।

বেলগাছিয়ায় মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা তরুণীর
Aajtak Bangla
  • কলকাতা,
  • 11 Oct 2020,
  • अपडेटेड 2:02 PM IST
  • মেট্রো রেলের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা তরুণীর।
  • বেলগাছিয়া স্টেশনে ঝাঁপ দেয় আনুমানিক ২৫ বছর এক তরুণী।
  • ব্যহত মেট্রো পরিষেবা।

প্রায় ৬ মাস বন্ধ থাকার পর আনলক ৪.০  - এ পুনরায় চালু হয়েছে মেট্রো রেল পরিষেবা। তার কিছুদিনের মধ্যেই মেট্রো রেলের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা তরুণীর। 

রবিবার সকাল ১১.৩৫ নাগাদ কবি সুভাষ থেকে নোয়াপাড়াগামী একটি মেট্রোর সামনে বেলগাছিয়া স্টেশনে ঝাঁপ দেয় আনুমানিক ২৫ বছর এক তরুণী। এর জেরে বিপর্যস্ত হয় মেট্রো পরিষেবা। লাইন থেকে তরুণীকে উদ্ধার করা হয় মেট্রো কর্মীদের তৎপরতায়। অচৈতন্য হয়ে পড়েন তিনি। এরপর তাঁকে আরজি কর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সকাল ১১টা ৩৫ থেকে ১২টা ২০ পর্যন্ত আপ ও ডাউন লাইনে চলেনি কোনও মেট্রো। এরপর ধীরে ধীরে স্বাভাবিক হয় পরিষেবা। এমনিতেই নিউ নর্মালে বদল হয়েছে মেট্রো রেলের নিয়মাবলী। স্লট বুকিং করে তবেই পাওয়া যাচ্ছে মেট্রোয় যাতায়াতের সুযোগ।স্বাভাবিক সময়ের থেকে সারাদিনে সংখ্যায় কমও থাকছে মেট্রো। তার মধ্যে এই রকম ঘটনায় বিরক্ত বাকী যাত্রীরা। 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement