Advertisement

বন্ধুর জন্মদিনে গিয়ে তরুণের রহস্য মৃত্যু, তদন্তে গল্ফগ্রিন থানা

সুভাষগ্রামের বাসিন্দা রিক্তেশ মোদক গত ১৫ তারিখ বৃহস্পতিবার বন্ধুর জন্মদিনের পার্টিতে যোগ দেওয়র জন্য বাড়ি থেকে বের হয়। গল্ফগ্রিন এলাকায় কৌশিক মণ্ডল নামে এক বন্ধুর ফ্ল্যাটে তার জন্মদিনের পার্টিতে যোগ দেয় রিক্তেশ। রাতে সেখানেই ছিল সে। খাওয়া-দাওয়ার পর বন্ধুর সঙ্গেই ঘুমোয় রিক্তেশ। 

প্রতীকী ছবি
রাজেশ সাহা
  • কলকাতা,
  • 18 Jul 2021,
  • अपडेटेड 4:40 PM IST
  • তরুণের রহস্য মৃত্যুতে চাঞ্চল্য
  • গল্ফগ্রিন থানায় অভিযোগ দায়ের
  • অভিযুক্তকে গ্রেফতার পুলিশের

বন্ধুর জন্মদিনের পার্টিতে গিয়ে তরুণের রহস্য মৃত্যু। ঘটনাটি ঘটেছে কলকাতার গল্ফগ্রিনে। ময়নাতদন্তের রিপোর্টে দেহে অতিরিক্ত পরিমান মদ পাওয়া গিয়েছে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে গল্ফগ্রিন থানার পুলিশ। 

জানা গিয়েছি সুভাষগ্রামের বাসিন্দা রিক্তেশ মোদক গত ১৫ তারিখ বৃহস্পতিবার বন্ধুর জন্মদিনের পার্টিতে যোগ দেওয়র জন্য বাড়ি থেকে বের হয়। গল্ফগ্রিন এলাকায় কৌশিক মণ্ডল নামে এক বন্ধুর ফ্ল্যাটে তার জন্মদিনের পার্টিতে যোগ দেয় রিক্তেশ। রাতে সেখানেই ছিল সে। খাওয়া-দাওয়ার পর বন্ধুর সঙ্গেই ঘুমোয় রিক্তেশ। 

এরপর শুক্রবার সকাল সাড়ে ৯টা নাগাদ রিক্তেশের বন্ধু কৌশিক ঘুম থেকে উঠে তাকে ডাকতে শুরু করে। কিন্তু রিক্তেশ সাড়া দেয়নি। কৌশিকের মা শিবানী মণ্ডলও ডাকাডাকি করেন রিক্তেশকে। কিন্তু তাতেও সাড়া দেয়নি রিক্তেশ। এরপর রিক্তেশের বাড়িতে খবর দেওয়ার পাশাপাশি ফ্ল্যাটের অন্যান্য আবাসিকদের সহায়তায় তাকে বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। 

এদিকে ইতিমধ্যেই হাসপাতালে পৌঁছান রিক্তেশের দাদা দিপ্তেশ মোদক ও মা। দুপুর আড়াইটে নাগাদ বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতাল থেকে খবর পেয়ে সেখানে পৌঁছায় গল্ফগ্রিন থানার পুলিশ। মৃতের নাকের কাছে রক্তের দাগ ছাড়া দেহে আর কোনও আঘাতের চিহ্ন নেই বলেই পুলিশ সূত্রে খবর। তবে দেহে অতিরিক্ত পরিমান মদের প্রমাণ পাওয়া গিয়েছে ময়নাতদন্তের রিপোর্টে। 

ঘটনার পর রিক্তেশের বন্ধুর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন তার মা। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি জন্মদিনের পার্টিতে রিক্তেশ যে খাবার খেয়েছিল তারও নমুনা সংগ্রহ করা হয়েছে। গোটা বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। 

 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement