পয়লা বৈশাখকে আনুষ্ঠানিকভাবে বাংলা দিবস ও 'বাংলার মাটি বাংলার জল'-কে রাজ্য সঙ্গীত করার জন্য বিধানসভায় প্রস্তাব পাশ করল রাজ্য সরকার। এই প্রস্তাব পাশও হয়ে যায় বিধানসভায়। এই প্রস্তাবে রাজ্যপাল সিভি আনন্দ বোস সই না করলেও রাজ্যের কিছু যায় আসে না বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 'আমি দেখব কার শক্তি বেশি? জনগণের শক্তি বেশি, নাকি রাজ্যপাল, মনোনীত লোকের শক্তি বেশি?