RDX ব্যবহার করা হয়েছে। দত্তপুকুরে বাজি কারখানায় বিস্ফোরণ নিয়ে এমনই গুরুতর অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেন, 'এই কারখানা চালাত যারা, তারা সকলে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত। আজ একটু পরেই বিজেপির ৩০-৪০ জন MLA যাবে জানার পরেই গ্রেফতারের উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয়রাই তো জানিয়েছে, এই অভিযুক্ত শফিক আলি তৃণমূলের সঙ্গে জড়িত।' তিনি বলেন, 'স্থানীয়রা বলছে, প্রত্যেক দোকান থেকেই রথীন ঘোষ প্রতি মাসে ৫০ হাজার টাকা করে নিত। মুর্শিদাবাদ, মালদা সহ বিভিন্ন স্থানে বোমা যেত। প্রাক্তন মন্ত্রী, বিধায়ককে জাকির হোসেনকে যে স্প্লিন্টার দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছিল, সেটাও এখান থেকে গিয়েছিল।'