এখন আর কেউ সেরকম বই পড়ে না। আক্ষেপ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি বলেন, আগে ট্রেনে বাসে, লোকে বই পড়ত, এখন আর তা দেখা যায় না। সবাই এখন অনলাইনে পড়ে। তিনি বলেন, বইমেলা হচ্ছে বইয়ের অস্তিত্ত রক্ষার লড়াই। সবাইকে বইমেলায় এসে বই কিনতে বলেন দিলীপ ঘোষ।