সোমবার থেকে রাজ্যে শুরু হল ১২ থেকে ১৪ বছর বয়সীদের করোনা টিকাকরণ। কলকাতায় ৩৭টি জায়গায় দেওয়া হচ্ছে ভ্যাকসিন । এদিন ২১টি স্কুলে ভ্যাকসিন দেওয়া হয়। পরে যদি কোনও স্কুল আগ্রহ প্রকাশ করে, তবে সেখানেও টিকাকরণের ব্যবস্থা করা হতে পারে বলে । কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জানান,'বাচ্চা ও অভিভাবকদের মধ্যে উৎসাহ আছে। আমরা চাইছি যত তাড়াতাড়ি সম্ভব ১২ বছরের ঊর্ধ্বে টিকাকরণের কাজ শেষ করতে। ভ্যাকসিন দেওয়ার জন্য শুধুমাত্র স্কুলের সার্টিফিকেট বা আধার কার্ড লাগছে বলে জানান মেয়র। পুরসভার হোয়াটসঅ্যাপ ও ফেসবুকে এই সংক্রান্ত সমস্ত তথ্য দেওয়া রয়েছে বলে জানান ফিরহাদ।