ঘূর্ণিঝড় 'হামুন' তেড়েফুঁড়ে উঠেছে। তবে পরিস্থিতি পাল্টে যেতে পারে সোমবার, 23 অক্টোবর থেকেই। কারণ পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এরফলে চলতি সপ্তাহেই বাংলায় ঘূর্ণিঝড় হামুন আঘাত হানতে পারে, এমন আশঙ্কার কথাও শুনিয়ে রেখেছে হাওয়া অফিস। যার ফলে অষ্টমী পর্যন্ত রোদ ঝলমলে আবহাওয়া পেলেও পুজোর এই বাকি দুটি দিন দুর্যোগের আশঙ্কা থেকেই যাচ্ছে। এই মুহূর্তেপশ্চিম মধ্য বঙ্গোপসাগরের উপর অবস্থান করছে গভীর নিম্নচাপ।