Dharmatala Name Significance: শহর কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলা। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কয়েক লক্ষাধিক মানুষের ভিড়ের ঢল নেমে আসে এখানে। হুগলি নদীর পার্শ্ববর্তী স্থান হওয়ায়, ব্যস্ততা এখানে সর্বক্ষণের। ধর্মতলার প্রতিটি দিক জুড়ে ছড়িয়ে রয়েছে দর্শনীয় স্থান। মহানগরীর ধর্মতলা স্ট্রিট আজকের যুগে এত ব্যস্ত হয়ে উঠেছে এমন নয়। সেই ব্রিটিশ কাল থেকে এই এলাকা জুড়ে তৈরি হয়েছে বাণিজ্য, স্থাপত্য, ঐতিহ্য। ধর্মতলার একটি সাহেবি নামও আছে, এসপ্ল্যানেড।