আগামী ২২ তারিখ রাজ্যের ৪টি পুরনিগমে ভোট হতে চলেছে, যাদের মধ্যে অন্যতম বিধাননগর পুরনিগম।পুরভোটের জন্য বিধাননগরে নিয়মিত প্রচারের ময়দানে দেখা যাচ্ছে দিলীপ ঘোষকে। এদিন ৩৩ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থীর হয়ে প্রচারে নামেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি বলেন, তাঁরা করোনা বিধি মেনেই প্রচার করছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগে বলেছিলেন, ২ মাস সব ভোট বন্ধ রাখা উচিত। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, নিজেদের স্বার্থেই এমন পরিস্থিতিতে ভোট করাচ্ছে তৃণমূল।