ট্রেনে টেকনিক্যাল প্রবলেম হতেই পারে। এত বড় লম্বা ট্র্যাক। হাজার হাজার ট্রেন চলছে, টেকনিক্যাল প্রবলেম সামান্য হলে হতেও পারে। আগের চেয়ে অনেক কমেছে কিন্তু কর্মচারীদের মধ্যেও সেই ভাবনাটা এখনও পুরোপুরি আসেনি ছোটখাটো ভুলের জন্য হচ্ছে এগুলো। ক্ষয়ক্ষতি না হলেই হল। নিউটাউন ইকো পার্কে রবিবার, 11 জুন সকালে প্রাতঃভ্রমণে গিয়ে এই মন্তব্য করেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। খড়গপুর লোকাল লাইনচ্যুত হওয়া নিয়ে প্রশ্নের উত্তরে এই মন্তব্য করেন দিলীপবাবু। তিনি আরও জানান, ধীরে ধীরে সরকার চেষ্টা করছে। রেলকর্মীদের ট্রেনিং-এর মাধ্যমে যেখানে ভুল আছে, ঠিক করার। টেকনোলজি উন্নত করা, লাইনকে পাল্টানোর কাজ চলছে। সেগুলি পাল্টাতে সময় লাগবে টাকাও লাগে । এখন রেল লাভের মুখ দেখছে। আমার মনে হচ্ছে বছরখানেকের মধ্যে সব ঠিকঠাক হয়ে যাবে।