আজ, ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) ৭১-তম জন্মদিন (Birthday)। তাঁর জন্মদিন উপলক্ষে আজ থেকে দেশজুড়ে "সেবা ও সমর্পণ অভিযান" শুরু করছে বিজেপি (BJP)। আগামী ২০ দিন ধরে চলবে এই অনুষ্ঠান। রাজ্যেও পালিত হবে "সেবা ও সমর্পণ অভিযান"। একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, "রক্তদান শিবির, দরিদ্রদের বস্ত্রদান, বাচ্চাদের শিক্ষা সামগ্রী দেওয়া, বয়স্কদের ফল দেওয়া, অনাথালয় যাওয়ার মতো সেবামূলক কাজ হবে।"