আর মাত্র কিছুদিন অপেক্ষা। তারপরেই শুরু বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজো। দুর্গাপূজোর ঠিক কিছুদিন আগেই আজতাক বাংলা পৌঁছে গিয়েছিল মৃৎশিল্পীদের আঁতুড়ঘর কুমোরটুলিতে। করণা অতি মারি পেরিয়ে ধীরে ধীরে ছন্দে ফিরছে কুমারটুলি। ইতিমধ্যেই 80% মূর্তি বায়না হয়ে গিয়েছে। ঠিক কি পরিস্থিতি কতটা রঙিন আমেজ? দেখুন ভিডিয়ো।