দুর্গাপুজোকে হেরিটেজ হিসেবে ঘোষণা করায় UNESCO-কে ধন্যবাদজ্ঞাপনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে হয় এক শোভাযাত্রা। UNESCO-র প্রতিনিধিদের সম্বর্ধনা জানান মমতা বন্দ্যোপাধ্যায়। বর্ণাঢ্য পদযাত্রায় অংশ নেন UNESCO-র প্রতিনিধিরাও। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলার মহারাজ, দেশের গর্ব বর্তমান বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। সৌরভ বলেন,"দুর্গাপুজো অভাবনীয়। আমাকে আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ। আমি সারা বিশ্ব ঘুরেছি, সারা বিশ্বের অনেক উৎসব দেখেছি, নিউ ইয়ার, ক্রিসমাস হোক বা ব্রাজিলিয়ান উৎসব। গতকালই গেল গণেশ পুজো, সকলকে বলবো কলকাতার দুর্গাপুজো দেখা উচিত। এই পাঁচদিন আমরা নতুন একটা শহর দেখি।"