এদিকে রুজিরাকে ডেকে পাঠানোর দিনই তৃণমূলের মন্ত্রী মলয় ঘটককেও নোটিস পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ED. যদিও একইদিনে নয়, মলয় ঘটককে ডেকে ED তলব করেছে দিল্লির অফিসে 19 জুন। কয়লা পাচার মামলায় ডেকে পাঠানো হয়েছে মলয় ঘটককে। যদিও আগেও এই মামলায় একাধিকবার মন্ত্রী মলয় ঘটককে ডেকে পাঠিয়েছে CBI. এমনকী তাঁর আসানসোলের বাড়ি ও পৈতৃক ভিটেতেও হানা দেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। যদিও তল্লাশিতে কিছুই মেলেনি। এমনকী মন্ত্রী ময় ঘটক রাজভবনের মন্ত্রীদের জন্য বরাদ্দ যে কোয়ার্টারে থাকেন সেখানেও হানা দিয়েছিল CBI।