কালীপুজোয় কালীঘাট স্কাইওয়াকের উদ্বোধন হচ্ছে না। শনিবার এ কথা জানিয়ে দিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তিনি জানান,স্কাইওয়াকের কাজ এখনও বাকি। উদ্বোধন হওয়ার মতো পরিস্থিতি নেই। ইচ্ছে থাকলেও চলতি বছর কালীপুজোর আগে উদ্বোধন সম্ভব নয়। সব রকম উপায়ে কাজটা শেষ করার চেষ্টা করেছেন আধিকারিকরা। কিন্তু এখনও কিছু কাজ বাকি। সেটা শেষ করতে সময় লাগবে।