ইস্ট-ওয়েস্ট মেট্রোর হাওড়া মেট্রো স্টেশনের কাজ একেবারে শেষ পর্যায়ে। এশিয়ার গভীরতম মেট্রো স্টেশন হিসেবে তৈরি করা হয়েছে এই মেট্রো স্টেশনকে। এই স্টেশনের দৈর্ঘ্য ১১০ মিটার, প্রস্থ ৬৫ মিটার এবং গভীরতা ৩৩ মিটার। গঙ্গার প্রায় ১৫ মিটার নিচ দিয়ে দুটি টানেল তৈরি করা হয়েছে। প্রত্যেকটির দৈর্ঘ্য প্রায় ৫৫০ মিটার। স্টেশনের শেষ পর্যায়ের কাজ চলছে খুবই দ্রুত গতিতে। ২০২২ সালের ডিসেম্বর মাসের মধ্যেই যাত্রীদের জন্য খুলে যেতে পারে এই মেট্রো স্টেশন। যাত্রীসংখ্যার কথা বিবেচনা করে হাওড়া মেট্রো স্টেশনে চারটি প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে। ট্রেন প্লাটফর্মৈ ঢুকলে দুদিক দিয়েই যাত্রীরা ওঠানামা করতে পারবেন। মেট্রো স্টেশনে আত্মহত্যা রুখতে প্লাটফর্ম স্ক্রিনিং ডোর বসানো হয়েছে। ট্রেন স্টেশনে ঢুকলে তবেই এই স্লাইডিং ডোর খুলবে। যাত্রীদের ঢুকতে এবং বেরোতে যাতে অসুবিধা না হয় সে কারণে মোট ৩৩ টি এস্কেলেটর এবং সাতটি লিফট থাকছে এই স্টেশনে। এছাড়াও থাকছে ১২ টি ফায়ার এক্সিট পয়েন্ট ও ২০০টি সিঁড়ি। ট্রায়াল রান সফল হলেই আগামী ২০২২ সাল থেকেই চালু হতে পারে কলকাতা ও হাওড়ার মধ্যে সংযোগকারী এই মেট্রো পরিষেবা।